‘স্মার্ট সিটি’ জানটানডিয়া
২২ জুলাই ২০১৩জানটানডিয়ার বিভিন্ন স্থানে স্থাপন করা রয়েছে প্রায় ১২ হাজার সেন্সর৷ রাস্তার আলকাতরার নীচে, ল্যাম্পপোস্টের সঙ্গে, বাসের ছাদে কোথায় নেই সেন্সর! ফলে ঘরে বসে কিংবা চলতি পথেই নাগরিকরা স্মার্টফোন অ্যাপের সাহায্যে জেনে নিতে পারছেন তাঁর গন্তব্যস্থলের ধারেকাছে কোন রাস্তায় পার্কিং-এর জায়গা খালি আছে৷ রাস্তায় সেন্সর থাকার কারণে কোনো গাড়ি পার্কিং করার পর সেই খবর চলে যায় কন্ট্রোল রুমে৷ তারপর সেটা আপডেট হয়ে চলে যায় অ্যাপে৷
এভাবে অফিসে বসেই যাঁরা ময়লা পরিষ্কার করে, তাঁরা জেনে নিতে পারেন শহরের কোন জায়গার কোন ডাস্টবিনটা ভর্তি হয়ে গেছে, বা কোনটা এখনই পরিষ্কার করতে হবে! প্রতিটি ডাস্টবিনে সেন্সর থাকার কারণে এসব তথ্য পাওয়া যাচ্ছে৷ এতে করে ডাস্টবিনের ময়লা উপচে পড়ার ভয় থাকছে না৷ ফলে শহর থাকছে পরিষ্কার-পরিচ্ছন্ন৷
আবার কোনো সড়কে মানুষজন না থাকলে স্বয়ংক্রিয়ভাবে সেখানকার লাইট বন্ধ হয়ে যায়৷ এভাবে শহর কর্তৃপক্ষের ইলেকট্রিসিটি বিল কমছে প্রায় ২৫ শতাংশ৷
মেয়র-নাগরিক সংযোগ
শহরের মেয়রের সঙ্গে নাগরিকরা যোগাযোগ করছেন অ্যাপ দিয়ে৷ সেখানেই তারা শহরের উন্নয়নে কি করা যেতে পারে সেটা লিখে জানাচ্ছেন নাগরিকরা৷ মেয়রও সেগুলো গুরুত্ব দিয়ে দেখেন৷ এছাড়া কোনো সড়কে লাইট ভাঙা দেখলে নাগরিকরা স্মার্টফোন দিয়ে সেই ছবি তুলে অ্যাপের মাধ্যমে সেটা শহর জানিয়ে দেন কর্তৃপক্ষকে৷