স্বামীকে কুপিয়ে হত্যা করে ৯৯৯-এ ফোন
২২ জুন ২০২৩বিজ্ঞাপন
নিহত শামীম মিয়া (৪০) একজন রিকশাচালক।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার দ্য ডেইলি স্টারকে জানান, আড়াই বছর আগে তাদের বিয়ে হয়। সাদেক খান লেন এলাকার একটি বাসায় থাকতেন তারা।
তিনি আরও জানান, পারিবারিক কলহের জের ধরে ভোর ৪ টার দিকে শামীম ও তার স্ত্রী বানু বেগমের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বানু তার স্বামীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তিনি৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান, তিনি তার স্বামীকে হত্যা করেছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেকে/কেএম (দ্য ডেইলি স্টার)