দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র
২০ ডিসেম্বর ২০১২ঢাকায় সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ তারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে তাদের রক্ষা করতে চায়৷ তাই তারা নানাভাবে তৎপর হয়ে উঠছে৷ একাত্তরে পরাজিত শক্তি দেশ স্বাধীনের পর থেকেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে৷ এবং তারা কখনো থেমে থাকেনি৷ তাই তাদের ব্যাপারে দেশের সেনাবাহিনীসহ প্রশাসনের সবাইকে সতর্ক থাকতে হবে৷ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে৷
এদিকে, বুধবার বিকেল ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ ও সম্বর্ধনা অনুষ্ঠানে বিএনপি'র চেয়ারপার্সন এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকারের হাতে দেশের স্বাধীনতা এবং স্বার্বভৌমত্ব নিরাপদ নয়৷ তারা দেশকে পদে পদে অপমান করছে৷ তাই দেশ রক্ষায় আরেকটি যুদ্ধের সময় এসেছে৷ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে তিনি বলেন, শুধু দেশ স্বাধীন করলেই হবে না৷ এবার দেশ রক্ষার যুদ্ধ করতে হবে৷ তিনি মুক্তিযোদ্ধাদের একাত্তরের মতো আরেকবার গর্জে ওঠার আহ্বান জানান৷
অন্যদিকে, জামায়াত-শিবরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বুধবার দেশের বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশ এবং মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা৷ তাঁরা অবিবলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের রায় এবং তা কার্যকর করার দাবি জানান৷