কাটালুনিয়ার স্বাধীনতা
১০ অক্টোবর ২০১৭মঙ্গলবার সন্ধায় বার্সেলোনায় কাটালুনিয়া রাজ্য বিধানসভায় বহু প্রতীক্ষিত ভাষণে মুখ্যমন্ত্রী কারলেস পুজেমন বিতর্কিত গণভোটে স্বাধীনতার রায়ের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন৷ অর্থাৎ তিনি কার্যত কাটালুনিয়ার স্বাধীনতা ঘোষণা করলেন৷ কিন্তু একতরফা এই ঘোষণা সত্ত্বেও মাদ্রিদে ফেডারেল সরকারের সঙ্গে সংলাপের পথও খোলা রাখতে চান তিনি৷ তাই ‘প্রতীকী' অর্থে স্বাধীনতার এই ঘোষণা সত্ত্বেও এখনই সেই সিদ্ধান্ত কার্যকর না করার ডাক দিয়েছেন পুজেমন৷
আপাতত কাটালুনিয়ার এমন ‘প্রতীকী' স্বাধীনতাও স্পেনে গভীর সংকট সৃষ্টি করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷ বার্সেলোনা থেকে সংলাপের এই বার্তা মাদ্রিদে ফেডারেল সরকার গ্রহণ করবে – এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না৷ মঙ্গলবারই এক সরকারি মুখপাত্র এই ঘোষণার তীব্র সমালোচনা করে সংলাপের প্রস্তাব উড়িয়ে দিয়েছেন৷ শুরু থেকেই একতরফা স্বাধীনতার প্রশ্নে কোনোরকম আলোচনার পথ বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই-এর সরকার৷
এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী রাখোই স্পেনের আধুনিক ইতিহাসে অভূতপূর্ব পদক্ষেপ নেবার ইঙ্গিত দিয়েছেন৷ কাটালুনিয়ার রাজ্য বিধানসভা ভেঙে দিয়ে তিনি আগাম নির্বাচন ডাকতে পারেন৷ সাংবিধানিক আদালতের কাছেও সরকার এই স্বাধীনতার ঘোষণাকে অসাংবিধানিক হিসেবে নস্যাৎ করে দেবার আবেদন জানাতে পারে৷
এসবি/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)