1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাধিকারের সংগ্রামে সংগীত

১৬ ডিসেম্বর ২০০৯

পূর্ব ইউরোপীয় দেশগুলিতে কমিউনিস্ট শাসন ভেঙে পড়ার পর দুদশক পার হয়েছে৷ কিন্তু সেই আমলের কঠোর নিয়ন্ত্রণের কথা এখনও ভোলেননি সেসব দেশের মানুষরা৷ রাজনৈতিক ও সমাজজীবনের সর্বত্রই ছিল শাসকগোষ্ঠীর তীক্ষ্ণ নজর৷

https://p.dw.com/p/L3ud
ছবি: AP

তা সত্ত্বেও নিজেদের আশা আকাঙ্খা প্রকাশ করতে ব্যাকুল ছিলেন মানুষ৷ সংগীত হয়ে উঠেছিল অপ্রকাশ্যকে প্রকাশের এক বড় মাধ্যম৷ এর মধ্য দিয়ে তাঁরা নিতেন মুক্ত বায়ুর স্বাদ৷

বার্লিন প্রাচীর পতনের ২০ বছর পূর্তি উপলক্ষে গত কয়েক সপ্তাহ ধরে প্রচারিত হচ্ছে নানা রকম সংবাদ৷ চলছে আলোচনা অনুষ্ঠান৷ এবার আমরা দৃষ্টি দেব কমিউনিস্ট দেশগুলির লৌহ শৃঙ্খল ভাঙার আগের দিনগুলির দিকে এবং সংগীত কীভাবে মানুষকে উদ্দীপিত ও অনুপ্রাণিত করেছিল সেই দিকে৷

‘‘লাল দেবতাদের নীচে টেনে নামানো হবে'' বলা হয়েছে এই গানে৷ ‘পিকিংএ হেমন্ত' এই নামে সাবেক পূর্ব জার্মানির একটি পাঙ্ক সংগীতগোষ্ঠীর এই গানটি কমিউনিস্ট শাসনামলে তরুণদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছিল৷ পরে অবশ্য এই গানটিকে নিষিদ্ধ করা হয়৷ অন্যান্য বহু সংগীতকারের মত ‘পিকিংএ হেমন্ত' দলটিও আত্মগোপন করে এবং গোপন জায়গা থেকেই সংগীতের কনসার্ট করতে থাকে৷

কমিউনিস্ট শাসনামলে সংগীত শুধু মানুষের আশা আকাঙ্খাই জাগিয়ে তোলেনি, একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা পতনেও মানুষকে উদ্দীপ্ত করেছে৷ এমনি ভাবেই সোভিয়েত ইউনিয়নের দমননীতির বিরুদ্ধে জেগে উঠেছিলেন চেকোশ্লোভাকিয়ার আপামর জনতা গেয়েছেন ‘‘প্রেয়ার ফর মার্থা'' গানটি৷

প্রত্যুত্তরে ১৯৬৮ সালের ২১ আগস্ট চেকোশ্লোভাকিয়ার দিকে বীরদর্পে এগিয়ে যায় সোভিয়েত ট্যাংক বহর৷ দমন করার চেষ্টা করে সেখানকার স্বাধীনতাকামী মানুষদের৷ রক্তে রঞ্জিত হয় প্রাগের রাস্তা ঘাট৷ কিন্তু মানুষের অন্তরের বিদ্রোহ দমন করা যায়নি৷ পূর্বাঞ্চলের সমাজতান্ত্রিক শিবিরের কোনো দেশকেই আর মাথা নত করে রাখা যায়নি৷ আর সেকথাই ফুটে ওঠে এই গানটির মধ্য দিয়ে ‘‘লিথুয়ানিয়া, লাটভিয়া, ও এস্টনিয়া সমুদ্র তীরের এই তিন বোন জেগে ওঠ তোমরা''৷

১৯৩৯ সালে বাল্টিক সাগর তীরবর্তী এই তিনটি দেশ সোভিয়েত ইউনিয়নের কুক্ষিগত হয়৷ হারায় তাদের স্বাধীনতা৷ তার ঠিক ৫০ বছর পর ১৯৮৯ সালের ২৩ আগস্ট লেখা হয় এই গানটি৷ ভিলনিয়াস থেকে তালিন পর্যন্ত গড়ে ওঠে লক্ষ লক্ষ মানুষের এক মানববন্ধন৷ যাদের কন্ঠে শোনা যায় এই জাগরণের গান৷

সমাজতান্ত্রিক দেশ রুমানিয়ার জনতাও স্বাধীনতার দাবিতে পথে নেমেছিলেন৷ কন্ঠে ছিল ১৮৪৮ সালের পুরানো দিনের সেই গানটি৷ যে গানটি গেয়ে একবার রুমেনীয় জনগোষ্ঠী স্বাধিকারের দাবি তুলেছিলেন৷ ‘‘রুমেনীয়রা অচেতনের মত ঘুমিয়ে থেকোনা আর৷ জেগে ওঠ তোমরা৷'' আজ রুমানিয়ার জাতীয় সংগীত এই গানটি৷

১৯৮১ সালে জেগে ওঠে পোল্যান্ডের স্বাধীনতাকামী জনতাও৷ পোল্যান্ডের শ্রমিক সমিতি সলিডারনশ-এর ডাকে একনায়কতান্ত্রিক শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন সেখানকার মানুষ৷ ‘‘খুলে ফেল দেয়ালের শিকল, লোহার চেন, টুকরো করে ফেল চাবুক৷ ভেঙে পড়বে প্রাচীর, গুঁড়িয়ে যাবে পুরনো পৃথিবী৷'' মানুষের বিদ্রোহ ও অসন্তোষকে চাপা দেয়ার জন্য ১৯৮১ সালে জরুরি অবস্থা জারি করা হলে এই গানের মাধ্যমেই প্রতিবাদী হয়ে ওঠে মানুষ৷ সে সময় কেউ কল্পনাও করেনি যে পূর্ব ইউরোপীয় জনতার শান্তিপূর্ণ বিপ্লব বার্লিন প্রাচীরের পতন ও ইউরোপের রাজনৈতিক চালচিত্রে আমূল পরিবর্তন এনে দেবে৷ বিশ্বের এই পরিবর্তনের জন্য সেই সব সাহসী মানুষের কথাই আজ আমাদের স্মরণ করতে হবে, যারা স্বাধিকারের দাবিতে সোচ্চার হয়েছিলেন, গেয়েছিলেন সংগ্রামের গান৷

এবার আমরা বাংলাদেশের আসন্ন বিজয় দিবসের প্রাক্কালে স্মরণ করব সেই সব অকুতোভয় মুক্তিযোদ্ধাদের যারা দেশকে শত্রুমুক্ত করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন৷ আর শ্রদ্ধাভরে মনে করব সেই শিল্পীদের যারা মুক্তিযোদ্ধাদের ও মুক্তিকামী বাঙালির মনোবল অক্ষুন্ন রাখার জন্য অক্লান্তভাবে জাগরণের গান গেয়েছেন৷

পাকিস্তানের অংশ হিসাবে তৎকালীন পূর্বপাকিস্তানের মানুষেরা প্রথম থেকেই সমানাধিকার থেকে বঞ্চিত হতে শুরু করে৷ অর্থনৈতিক ও রাজনৈতিক, ভাষা ও সংস্কৃতি সব দিক দিয়েই বাঙালিরা হয় বৈষম্যের শিকার৷ কিন্তু এত সহজে নত করা যায়নি তাদের৷ বাঙালির ক্ষোভ রূপান্তরিত হয় প্রতিবাদের ভাষায়৷ ৫২ এর ২১ শে ফেব্রুয়ারিতে উচ্চকিত হয়ে ওঠে তাদের সেই প্রতিবাদের ভাষা৷ আত্মদানের মধ্যে দিয়ে ছিনিয়ে আনে তারা ভাষার মর্যাদা৷ তখনই রোপিত হয়ে যায় স্বাধীনতার বীজ৷ শোক পরিণত হয় শক্তিতে৷

অনেক চড়াই উৎরাই পার হয়ে অবশেষে সংসদীয় নির্বাচনের মাধ্যমে তৎকালীন পূর্বপাকিস্তানের মানুষেরা শান্তিপূর্ণভাবেই স্বাধিকার আদায় করতে চেয়েছিল৷ কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্বেও বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়নি তৎকালীন পাকিস্তানের শাসকগোষ্ঠী৷ রুখে দাঁড়ায় বাংলার মানুষ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে শুরু হয় অসহযোগ সংগ্রাম৷ প্রত্যুত্তরে পাকিস্তানী সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে বাঙালি নিধনযজ্ঞে৷ স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত বাংলার মানুষেরা গড়ে তোলে প্রতিরোধ৷ শুরু করে মুক্তিযুদ্ধ৷

লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে কোনোরকমে প্রাণটুকু নিয়ে সীমান্ত পাড়ি দেন৷ আশ্রয় নেন ভারতের সীমান্ত শিবিরে৷ সেখানকার মানুষ বাড়িয়ে দেন সৌহার্দ্য ও সাহায্যের হাত৷ এই বাস্তুহারা মানুষদের অবর্ণনীয় বেদনা, দুঃখ দুর্দশা খানিকক্ষণের জন্য ভুলিয়ে দিতে এগিয়ে আসেন এক দল সংগীত শিল্পী৷ মাহমুদুর রহমান বেনু, শাহীন মাহমুদ (বর্তমানে সামাদ) নায়লা জামান, লুবনা মরিয়ম, দেবব্রত চৌধুরী, দুলাল চন্দ্র সেন, স্বপন চৌধুরী, বিপুল ভট্টাচার্য্য ও আরো অনেককে নিয়ে গড়ে ওঠে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা৷ যারা সেই চরম দুঃসময়ে গেয়ে শোনান বাংলার জয়গান৷

মুক্তাঞ্চলে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা করতেও ব্রতী হন এই সব নির্ভীক শিল্পী৷ গেয়ে শোনান রক্তিম সূর্যের গান৷ একের পর এক মুক্তির গান রেকর্ড করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা৷ সুরারোপ করেন সমর দাস, অজিত রায়, সুজেয় শ্যাম প্রমুখরা৷

একটি ট্রাকে করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিরলসভাবে ছুটে যান মুক্তি সংগ্রামী শিল্পীরা৷ মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প, আহত যোদ্ধাদের হাসপাতালে শোনান সংগ্রামের গান৷

অবশেষে অনেক রক্তদান, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মুক্ত হয় বাংলাদেশ৷ হানাদার বাহিনী আত্মসমর্পণ করে মুক্তি ও মিত্র বাহিনীর কাছে৷ বাংলাদেশের আকাশে বাতাসে রণিত হতে থাকে তখন সেই গানটি৷

প্রতিবেদক: রায়হানা বেগম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক