1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনে ঋণ সংকটের আসল চেহারা

Sanjiv Burman২৩ সেপ্টেম্বর ২০১২

স্পেনে অর্থনৈতিক মন্দা ক্রমেই তীব্রতর হচ্ছে৷ সাধারণ পরিবারগুলোই তার প্রভাব সর্বাগ্রে অনুভব করছে৷ সেভিইয়া শহরের কাছে একটি জবরদখল বাড়ির বাসিন্দারা না পান পানি, না বিদ্যুৎ কিংবা কোনো আশার আলো৷

https://p.dw.com/p/16CtC
A demonstrator waves a flag reading "Fundraising for the IMF" during a protest against Bankia, outside Bankia bank headquarters in Madrid, Spain, Saturday, June 16, 2012. Spain became the fourth and largest country to ask Europe to rescue its failing banks, a bailout of up to euro 100 billion ($125 billion) that leaders hoped would stabilize a financial crisis that threatens to break apart the 17-country eurozone. (Foto:Andres Kudacki/AP/dapd)

সেভিইয়ার কাছে একটি খালি পড়ে থাকা বাড়িতে ৩৬টি আশ্রয়হীন পরিবার গত তিন মাস ধরে বাস করছেন৷ নির্মাণ সংস্থাটি বন্ধকী ধার না মেটাতে পেরে দেউলিয়া হয়ে যায় এবং বাড়িটার কাজ শেষ করতে পারেনি৷ ওদিকে আন্দালুসিয়ার এই শহরটিতে বেকারত্বের হার ৩০ শতাংশ৷ বাড়িটাতে যারা আশ্রয় নিয়েছেন, তারা তাদের বাসস্থানের নাম দিয়েছেন ‘‘ইউটোপিয়া'' বা ‘কল্পলোক'৷

মার্সেডেস এখানে তাঁর মেয়ে এবং নাতনিকে নিয়ে থাকেন৷ গ্রীষ্মে চরম গরম, অথচ কলে জল নেই৷ মার্সেডেস ও তাঁর পরিবারের অন্যান্যরা প্রতিবেশীদের সাহায্য এবং দয়ামায়ার উপর নির্ভরশীল৷ প্রতিবেশীরাই সাত মাস বয়সি বাচ্চাটার জন্য প্লাস্টিকের বালতিতে পানি, সঙ্গে খাবারদাবার কিংবা অন্যান্য জিনিষ দিয়ে যায়৷ নয়তো মার্সেডেস ও তাঁর মেয়ে কি নাতনির জন্য গোটা কয়েক হাওয়া ভরার বিছানা আর পুরনো পিচবোর্ডের বাক্স ছাড়া আর কিছু নেই৷

‘কল্পলোক' বাড়িটির বাসিন্দাদের অবস্থা স্পেনের অনেক মানুষের কাছেই আর কোনো দুঃস্বপ্ন নয়, বরং বাস্তব হয়ে ওঠার পথে৷ সরকার ব্যয়সংকোচের প্রচেষ্টায় বিভিন্ন সামাজিক সুযোগসুবিধা ছাঁটার ফলে পরিস্থিতি আরো চরমে উঠেছে৷ প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় বাজেট থেকে ৬৫ বিলিয়ন ইউরো কমাতে চান৷ ওদিকে বিক্রয় কর চড়ছে ১৮ থেকে ২১ শতাংশে৷ মার্সেডেসের অবস্থা: ‘‘আমি কোনো বেকার ভাতা কিংবা অন্য কোনো ধরণের আর্থিক সাহায্য পাই না৷ শুধুমাত্র আমার ছোট্ট নাতনির জন্য ২৮০ ইউরো পাই, কেননা আমার মেয়ে একা এবং তার কোনো চাকরি নেই৷''

ঋণ সংকটের আগে মার্সেডেস ছিলেন পেশায় রাঁধুনি এবং সেভিইয়ার স্বাস্থ্য দপ্তরের হয়ে কাজ করতেন, ডয়চে ভেলে'কে জানালেন মার্সেডেস৷ গতবছর ব্যয়সংকোচের তাড়নায় তাঁর চাকরি যায়৷ অন্য কোনো কাজও খুঁজে পাননি তিনি৷ হঠাৎ পথে দাঁড়াতে হয় তাঁকে, যা কিছু আছে, তা নিয়ে, সন্তানসম্ভবা মেয়ের হাত ধরে৷

GettyImages 149172469 Government employees demonstrate against the Spanish government's latest austerity measures, in the center of Madrid, on July 24, 2012, after conservative Prime Minister Mariano Rajoy announced, on July 13, the latest measures to lower Spain's deficit, a 65-billion-euro (80 billion USD) austerity package involving among other things an increase in the VAT (TVA) tax and cuts in unemployment benefits. AFP PHOTO / DOMINIQUE FAGET (Photo credit should read DOMINIQUE FAGET/AFP/GettyImages)
স্পেনে অর্থনৈতিক মন্দা ক্রমেই তীব্রতর হচ্ছেছবি: Getty Images

সেভিইয়ার 'কল্পলোকের' আর দুই বাসিন্দা ফ্র্যান এবং ইন্মা৷ ফ্র্যান এককালে বিমা বিক্রি করতেন, মাসে প্রায় ৩০০ ইউরো আয় ছিল৷ ঐ অর্থে স্ত্রী এবং তিনটি শিশুসন্তানের ভরণপোষণ করা সম্ভব নয়, বাড়ি নেওয়া তো নয়ই৷ তাই স্ত্রী ইন্মা বাচ্চাদের নিয়ে বাপের বাড়িতে আশ্রয় নেন, ফ্র্যান থাকে অন্যত্র৷ দু'বছর এভাবে কাটার পর তাঁরা ‘কল্পলোকের' হদিশ পান৷ ফ্র্যান জানান: ‘‘আমি কোনো বেকার ভাতা পাই না, কেননা চাকরি থাকার সময় আমি ঐ তহবিলের জন্য আগে কিছু কাটাইনি৷ এখন আমরা শুধু আমার শ্বশুর-শাশুড়ি এবং বাবা-মায়ের সাহায্যের ওপর নির্ভর করতে পারি৷''

গোটা স্পেনে বেকারত্বের হার এখন ২৪ শতাংশ৷ প্রতি পাঁচটি পরিবারের মধ্যে একটি এখন দারিদ্র্য এবং সামাজিক পতনের ঝুঁকিতে৷ ইউরোপে শুধুমাত্র রোমানিয়া এবং লাটভিয়ার পরিস্থিতি স্পেনের চেয়েও খারাপ৷

সেভিইয়া'র ‘কল্পলোকের' আরেক বাসিন্দা ভ্যানেসা'র কাহিনি শুনলে চোখে জল আসে৷ মহিলার তিনটি সন্তানের একটি গুরুতরভাবে প্রতিবন্ধী এবং প্রতিদিন তার বিশেষ চিকিৎসা লাগে৷ এজন্য ভ্যানেসার অর্থসাহায্য পাবার কথা৷ কিন্তু পৌর কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, বর্তমানে ব্যয়সংকোচ চলার কারণে সে ধরণের সব সাহায্য স্থগিত রাখা হয়েছে৷

যে অফিস-কাছারি পরিষ্কার করার কোম্পানিতে ভ্যানেসা ও তাঁর স্বামী কাজ করতেন, সেও লাটে উঠেছে৷ সেযাবৎ পরিবারটির কোনো রোজগার নেই৷ অথচ কোম্পানি দু'জনের ছ'মাসের মাইনে বকেয়া রেখেছে, থোক টাকা যা দেবার ছিল, তাও দেয়নি৷ ভ্যানেসার পরিস্থিতি:

‘‘বেকার ভাতার টাকা ফুরিয়েছে৷ এখন আমরা পুরোপুরি খ্রিস্টান নান'দের দয়া এবং আমার বাবা-মায়ের উপর নির্ভর৷ আমার স্বামী ফেলে দেওয়া জিনিষপত্র বেচে কিছুটা রোজগার করেন, কিন্তু তাও প্রায় কিছুই নয় - দিনে চার ইউরোর মতো৷''

স্পেনে ঋণসংকটের টানে যে ব্যয়সংকোচের চাপ, তার মূল বোঝাটা টানছে সমাজের সবচেয়ে দুর্বল, দরিদ্র শ্রেণির মানুষ - বলছে শ্রমিক সংগঠনগুলো৷ এ'মাসের মাঝামাঝি তারা আবার রাজধানী মাদ্রিদের কেন্দ্রে বিরাট প্রতিবাদ সমাবেশ করবে৷ এই অন্যায়ের বিরুদ্ধে, বলেছে তারা৷

প্রতিবেদন: নুরিয়া গার্সিয়া রেচে/এসি
সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য