1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগস্পেন

স্পেনের ইতিহাসের ভয়াবহতম বন্যায় দুই শতাধিক মানুষের মৃত্যু

২ নভেম্বর ২০২৪

স্পেনের পূর্বাঞ্চল ভ্যালেন্সিয়ায় বন্যায় অন্তত ২১১ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ৷ ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার চারদিন অতিবাহিত হয়েছে৷ এখনও নিখোঁজ অনেকে৷

https://p.dw.com/p/4mW8n
বন্যাকবলিত বিপর্যস্ত একটি এলাকার রাস্তায় কাদামাটি, জঞ্জালের মধ্যে উদ্ধারকারী ও বাসিন্দারা
প্রধানমন্ত্রী সানচেজ জানিয়েছেন, বন্যাকবলিত এলাকায় নিয়োজিত ১০ হাজার বাড়তি পুলিশ ও সেনাসদস্য নিয়োগের কারণে উদ্ধার ও পরিচ্ছন্নতার কাজে গতি আসবে৷ ছবি: Alberto Saiz/AP Photo/picture alliance

শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে সানচেজ জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে বন্যা কবলিত এলাকায় নতুন করে পাঁচ হাজার সেনা সদস্য পাঠানো হয়েছে৷ পরিষ্কারের জন্য আড়াই হাজার সেনা নিযুক্ত আছে৷ ‘‘শান্তিকালীন সময়ে এটি স্পেনের সেনাবাহিনীর সবচেয়ে বড় অভিযান'' বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘সরকার যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সব কিছুর ব্যবস্থা করে যাবে৷''

মৃত্যুর দিক থেকে ১৯৬৭ সালের পর এটি ইউরোপের সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনা৷ সে বছর বন্যায় পর্তুগালে অন্তত ৫০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন৷

এদিকে উদ্ধারকারীরা এখনও বন্যাকবলিত এলাকা থেকে জীবিত মানুষদের উদ্ধারে আশাবাদী৷ ভ্যালেন্সিয়ার মন্টকাডাতে একটি গাড়ির পার্কে তিন দিন আটকে থাকার পর এক নারীকে জীবিত উদ্ধার করেছেন তারা৷ নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান মার্টিন পেরেৎজ এই তথ্য জানানোর পর বাসিন্দারা হাত তালি দিচ্ছিলেন৷

কাদামাটিতে ঢাকা একটি রাস্তার পাশে মাথায় হাত দিয়ে বসে আছেন এক নারী
বন্যাকবলিত এলাকার রাস্তাঘাট কাদায় ঢেকে গেছেছবি: Alberto Saiz/AP Photo/picture alliance

এদিকে বন্যাকবলিত এলাকার বাড়িঘরগুলো কাদায় ঢেকে গেছে৷ রাস্তায় স্তুপ হয়ে আছে আসবাবপত্র৷  কাদা-মাটি সরানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷

ভ্যালেন্সিয়ার শহরতলি পিকানিয়ার বাসিন্দা ৭৪ বছর বয়সি এমিলিয়া এ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন৷ তিনি বলেন, ‘‘আমরা অ৷সহায় বোধ করছি৷ এখানে অনেকের সহযোগিতা প্রয়োজন৷ শুধু আমার বাড়িতে নয় সব বাড়ি থেকেই আসবাবপত্র থেকে শুরু করে সব ফেলে দিতে হচ্ছে৷’’

তিনি আরো বলেন, ‘‘আমরা এমনকি আমাদের পোশাক ধুতে পারছি না, স্নান করতে পারছি না৷

আরেক বাসিন্দা মারিয়া হোসে গিলাবার্ট বলেন, ‘‘আমরা বিপর্যস্ত অবস্থায় আছি, কারণ কোনো আশার আলো দেখা যাচ্ছে না৷ সেটা এইজন্য না যে, কেউ আসছে না সহায়তার জন্য৷ বরং স্পেনের বিভিন্ন জায়গা থেকে মানুষ সহায়তার জন্য আসছেন৷ কিন্তু কবে এই এলাকা আবার বসবাসের উপযুক্ত হবে তা নিয়ে আমরা চিন্তিত৷’’

কর্দমাক্ত একটি রাস্তায় কাদা সরানোর কাজে ব্যস্ত কয়েকজন
বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা রাস্তাঘাট চলাচল উপযোগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেনছবি: Alberto Saiz/AP Photo/picture alliance

ইউরোপাপ্রেস নিউজ এজেন্সি জানিয়েছে, প্রায় ১৫ হাজার স্বেচ্ছাসেবীকে ভ্যালেন্সিয়ার শহর থেকে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে৷

প্রধানমন্ত্রী সানচেজ জানিয়েছেন, বন্যাকবলিত এলাকায় নিয়োজিত ১০ হাজার বাড়তি পুলিশ ও সেনাসদস্য নিয়োগ দেয়ার কারণে উদ্ধার ও পরিচ্ছন্নতার কাজে গতি আসবে৷ 

এদিকে আগামী দুইদিনও বালেয়ারিক দ্বীপপুঞ্জ, কাতালোনিয়না ও ভ্যালেন্সিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে ঘনঘন চরম আবহাওয়ার ঘটনাগুলো দেখা দিচ্ছে৷  ভূমধ্যসাগর উষ্ণ হয়ে ওঠায় আগের চেয়ে বেশি সামুদ্রিক জল বাষ্পীভূত হচ্ছে৷ এতে ভারি বর্ষণের পরিমাণ বাড়ছে৷

এফএস/টিএম (রয়টার্স, ডিপিএ)

জলবায়ু সংকট দূর করা অসম্ভব নয়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য