1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্টেম সেল গবেষণার শুরু ভারতে

৮ জানুয়ারি ২০১৯

'স্টেম সেল'-এর গবেষণা শুরু হয়েছিল ভারতে! ভারতীয় বিজ্ঞানীদের দাবি, প্রাচীন ভারতই স্টেমসেল, টেস্টটিউব বেবির প্রযুক্তির মূল গবেষণাগার৷ তাঁরা প্রশ্ন তোলেন আইনস্টাইন ও নিউটনের আবিষ্কার নিয়ে৷

https://p.dw.com/p/3BBrt
Symbolbild Stammzellenforschung USA
ছবি: Getty Images/S. Platt

এমনই দাবি করেছেন দেশটির  শীর্ষস্থানীয় কয়েকজন বিজ্ঞানী৷ ভারতীয় বিজ্ঞানীরা দাবি করেছেন কয়েক হাজার বছর আগেই ভারতে স্টেম সেলসহ , বিমান, টেস্টটিউব বেবির প্রযুক্তি নিয়ে গবেষণা হয়েছে৷

গত বৃহস্পতিবার বার্ষিক বিজ্ঞান সম্মেলন উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানেই এসব দাবি করেন বিজ্ঞানীরা৷ বিজ্ঞানীরা  সেই সম্মেলনে বিজ্ঞানের চর্চা কম করে হিন্দু ধর্মীয় মহাকাব্য রামায়ণ ও পুরাণ নিয়ে আলোচনাই বেশি করেন৷

দক্ষিণ ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি নাগেশ্বর রাও দাবি করেন, ভারতে কয়েক হাজার বছর আগেই   স্টেম সেলের গবেষণা ছিল৷ সেই সময় তিনি মহাভারত থেকে গান্ধারীর গর্ভপাত করা মাংসপিণ্ড ১০০ কলসিতে রেখে শতপুত্রের জন্ম প্রসঙ্গ তুলে ধরেন৷ তিনি বলেন, গর্ভপাত থেকে আসা মাংসপিণ্ড থেকে সন্তান জন্মদান স্টেম সেল গবেষণারই উদাহরণ৷ একইসঙ্গে কলসিতে রাখার ঘটনাকে তিনি টেস্টটিউবের সঙ্গে তুলনা করেন৷অজৈব রসায়নের অধ্যাপক নাগেশ্বর রাও আরো বলেন, বর্তমান সময়ে ব্যবহৃত হওয়া প্রযুক্তির প্রায় সবগুলোই মহাভারত ও রামায়নে উল্লেখ রয়েছে৷ যেমন, রাক্ষস রাজা রাবনের প্রায় ২৪টি বিমান ছিল, এমনকি শ্রীলংকায় তার বিমান অবতরণ প্রযুক্তি ও নেটওয়ার্ক স্থাপিত ছিল৷ তিনি বিষ্ণু চক্রকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সঙ্গে তুলনা করেন৷

সম্মেলনে উপস্থিত তামিল নাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী  ড. কেজে কৃষ্ণান দাবি করেন, আইজাক নিউটন ও আলবার্ট আইনস্টাইন উভয়েই ছিলেন ভুল৷ তাঁর দাবি, নিউটন অভিকর্ষণ শক্তি বুঝতে ব্যর্থ হয়েছেন এবং আইনস্টাইনের তত্ত্ব বিভ্রান্তিকর৷ এই দুই বিশ্বখ্যাত বিজ্ঞানী পদার্থবিজ্ঞান বুঝতেন না বলেও দাবি করেন তিনি৷

ইন্ডিয়ান সায়েন্টিফিক কংগ্রেস অ্যাসোসিয়েশন বিজ্ঞানীদের এইসব দাবিকে হাস্যকর ও উদ্বেগজনক বলে দাবি করেন৷ সংস্থাটির সাধারণ সম্পাদক প্রেমেন্দু পি মাথুর বলেন, ‘‘তাঁদের বক্তব্য দুর্ভাগ্যজনক৷ দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এ ধরনের মন্তব্য অগ্রণযোগ্য৷''

অনেকেই বিজ্ঞানীদের এসব বক্তব্যকে রাজনৈতিকপ্রভাবযুক্ত বলেও মনে করছেন৷ গত বছর ভারতের শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী সত্যপাল সিং ইঞ্জিনিয়ারদের এক আয়োজনে রামায়নে বিমানের ব্যবহার রয়েছে বলে দাবি করেছিলেন৷ এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, প্রাচীন ভারতেই প্লাস্টিক সার্জারির প্রযুক্তি চালু ছিল৷ গণেশের মাথা হাতির আর দেহ মানুষের, এটিকে তিনি প্লাস্টিক সার্জারি প্রযুক্তির উদাহরণ বলে তুলে ধরেন৷ বিজ্ঞানীরাও প্রধানমন্ত্রীর পথ ধরেই হাঁটছেন বলে এসব বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হচ্ছে৷

এফএ/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য