বিপাকে ব্রাজিল
২৭ জানুয়ারি ২০১৪বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব থাকা ফিফার শীর্ষ কর্মকর্তা জেরোম ভালকে এ মাসের তৃতীয় সপ্তাহে কুরিতিবা স্টেডিয়ামটি ঘুরে এসে বলেন, এই স্টেডিয়ামটি ছাড়া সব খেলা আয়োজন সম্ভব না৷ কেননা সেখানে চারটি খেলা হওয়ার কথা৷ ১৮ ফেব্রুয়ারি স্টেডিয়ামটির কাজ দেখে যদি মনে হয় এর নির্মাণ কাজ বিশ্বকাপের আগে শেষ হবে না, তবে বিকল্প ভাববেন তাঁরা৷
সাবেক ব্রাজিল ফুটবল তারকা কাফু এবং বেবেতো জানিয়েছেন, সময়মতো স্টেডিয়ামের কাজ শেষ না হওয়াটা তাঁদের দেশের জন্য ভীষণ বিব্রতকর৷ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কাফু জানান, কুরিতিবা স্টেডিয়ামটি যদি খেলায় যুক্ত করা না হয়, তবে তা কেবল ফিফার জন্য নয়, কুরিতিবা এবং ব্রাজিলের জন্য বিপর্যয় বয়ে আনবে৷ বেবেতোও একই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন৷ বলেছেন, তিনি আশা করছেন বিশ্বকাপ শুরুর আগেই এর কাজ শেষ হবে৷
ইতিবাচক দিক হলো, এরপরও জেরোম ভালকে জানিয়েছেন, ফুটবল ভক্তরা কুরিতিবায় আসার জন্য বিমানের টিকিট বুক করতে পারেন৷ সেইসাথে জানান, এটি একটি চ্যালেঞ্জ, কিন্তু চারটি খেলা অন্যত্র সরিয়ে নেয়াটা আরো বড় চ্যালেঞ্জ৷ তাই এটির নির্মাণ কাজ শেষ করা ছাড়া সহজ কোনো উপায় নেই বলে জানান তিনি৷
ব্রাজিলের ক্রীড়া প্রতিমন্ত্রী লুইস ফার্নান্দেজ বলেছেন, নতুন ব্যবস্থাপনা কমিটি স্টেডিয়ামের কাজ তদারকির ভার নিয়েছে৷ তবে এর জন্য কত অর্থ বেশি খরচ হবে সেটাও চিন্তার বিষয় বলে জানিয়েছেন তিনি৷
ভালকে জানান, এপ্রিল বা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এটির কাজ শেষ হওয়া উচিত৷ স্টেডিয়াম সংস্কার এবং নির্মাণের জন্য ব্রাজিল ৩.৬ বিলিয়ন মার্কিন ডলার খরচ করছে৷ আর এর ৮০ ভাগ অর্থই আসবে জনগণের তহবিল থেকে৷ এ খরচের প্রতিবাদে গত বছরের জুনে ব্যাপক বিক্ষোভ করে ব্রাজিলের সাধারণ মানুষ৷ বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ অবশ্য প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের অর্থ থেকে নয়, প্রাইভেট অর্থ থেকে ব্যয় বহন করা হবে৷
ফিফার ডেডলাইন অনুযায়ী, সবগুলো স্টেডিয়ামের কাজ ডিসেম্বরের শেষ নাগাদ সম্পূর্ণ হওয়ার কথা৷ ১২ জুন ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যে ম্যাচ দিয়েই উদ্বোধন হবে ২০১৪ বিশ্বকাপ ফুটবলের আসর৷
এপিবি/ডিজি (এপি, এএফপি)