1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ক্রিপাল কাণ্ড: দ্বিতীয় সন্দেহভাজন রুশ চিকিৎসক

৯ অক্টোবর ২০১৮

যুক্তরাজ্যে সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়াকে বিষপ্রয়োগের ঘটনায় সন্দেহভাজন দ্বিতীয় ব্যক্তি রাশিয়ার সেনাবাহিনীর একজন চিকিৎসক বলে শনাক্ত করেছে অনুসন্ধানী ওয়েবসাইট বেলিংকাট৷

https://p.dw.com/p/36Dqn
Dr. Alexander Yevgenyevich Mishkin
ছবি: picture-alliance/AP Photo/Bellingcat

এ ঘটনায় প্রথম সন্দেহভাজনকে রুশ সেনাবাহিনীর একজন কর্নেল হিসেবে আগেই শনাক্ত করেছিল তারা৷ সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়াকে বিষপ্রয়োগের ঘটনায় সন্দেহভাজন দ্বিতীয় ব্যক্তি একজন চিকিৎসক এবং তিনি রাশিয়ার সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা জিআরইউয়ে কর্মরত বলে জানিয়েছে অনুসন্ধানী সাংবাদিকতার ওয়েবসাইট বেলিংকাট৷ 

সোমবার তারা বলেছে, ব্রিটিশ প্রসিকিউটররা আলেক্সান্ডার পেত্রোভ নামে যাকে শনাক্ত করেছিলেন, তিনি আসলে আলেক্সান্ডার ইয়েভগেনিভিচ মিশকিন৷

গত মার্চে উপকূলীয় শহর স্যালিসবারিতে স্ক্রিপাল ও তাঁর মেয়েকে বিষপ্রয়োগের ঘটনায়সন্দেহভাজন প্রথম ব্যক্তির আসল নাম আনাতোলি চেপিগা বলে গত মাসে জানিয়েছিল বেলিংকাট৷ তাদের ভাষ্যমতে, রুশলান বোশিরোভ নাম নিয়ে ব্রিটেনে আসা চেপিগাও গোয়েন্দা সংস্থা জিআরইউয়ে কর্মরত এবং তিনি রুশ সেনাবাহিনীর একজন কর্নেল৷

মিশকিনের আসল পাসপোর্টের অনুলিপি হাতে পাওয়ার পর পরিচিতজনদের স্বীকারোক্তির ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে বেলিংকাট৷

দুই রুশ গোয়েন্দার আসল পরিচয় সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্রিটিশ পুলিশ৷

‘‘তাদের পরিচয় সংক্রান্ত জল্পনা-কল্পনা নিয়ে আমরা কোনো মন্তব্য করছি না,'' এক প্রশ্নের জবাবে বলেছে লন্ডন পুলিশ৷ ব্রিটিশ প্রসিকিউটররা এই দুই রুশের বিরুদ্ধে স্ক্রিপাল ও তাঁর মেয়েকেহত্যাচেষ্টার অভিযোগ এনেছে৷ তবে অভিযোগ অস্বীকার করে তারা বলেছেন, পর্যটক হিসেবে ক্যাথেড্রাল দেখতে তারা স্যালিসবারি সফর করেছিলেন৷ গেল মাসে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটি চ্যানেলকে তারা বলেন, দুজনই পুষ্টি চাহিদা পূরণের সম্পূরক খাবারের ব্যবসা করেন৷

বেলিংকাট বলছে, মিশকিনের জন্ম ১৯৭৯ সালের জুলাইয়ে, রাশিয়ার উত্তরাঞ্চলের লোইগা নামের একটি গ্রামে৷ ২০১৪ সাল পর্যন্ত জিআরইউয়ের সদরদপ্তরকেই মস্কোয় তাঁর বাসার ঠিকানা হিসেবে ব্যবহার করতেন৷

২০১৩ সালে ক্রিমিয়ার দখল নিয়ে উত্তেজনার সময় তিনি কয়েক দফায় ইউক্রেন সফর করেছিলেন বলে জানিয়েছে অনুসন্ধানী সাংবাদিকদের এই ওয়েবসাইট৷

এএইচ/এসিবি (রয়টার্স/এপি/এএফপি)

কী ওয়ার্ডস- সের্গেই স্ক্রিপাল, রাশিয়া, গোয়েন্দা, বিষপ্রয়োগ, যুক্তরাজ্য