1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুলে বিচিত্র জন্মদিন পালন

১৯ এপ্রিল ২০১৮

এ কেমন জন্মদিন পালন? জন্মদিনের কেকের বদলে যখন শুভানুধ্যয়ীদের হাতে থাকে ঝাঁটা! আর জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় ঘুসি আর লাথি দিয়ে!

https://p.dw.com/p/2wIhP
Symbolbild Muskelzerrung
ছবি: Colourbox/Praisaeng

অবাক লাগলেও এটা ঘটনা৷ এবং ঘটেছে একটি স্কুলে৷ জন্মদিনের গান গাইতে গাইতেই ঘটছে এমন অমানবিক অত্যাচার! জন্মদিনেও ‘বার্থ ডে বয়'-কে নির্মমভাবে লাথি-ঘুসি আর ঝাঁটা দিয়ে মারা হচ্ছে৷ কোনো ছাত্রের জন্মদিন নাকি এমন করেই স্কুলে পালন হয়! এটাই নাকি দস্তুর! স্কুল ছাত্রের এমন জন্মদিন পালনের এই ভিডিওটিই ভাইরাল হয়েছে৷ স্টার অনলাইনের ইউটিউব চ্যানেলে দৌলতে ভিডিওটি প্রায় সাড়ে সাত হাজার বার দেখা হয়েছে৷

সবচেয়ে আবাক ব্যাপার হচ্ছে, অভিযুক্তরা বাইরের কেউ নয়, স্কুলছাত্রই৷ ১৭ বছরের এই ৯ স্কুলছাত্র, যাদের পরনে স্কুলেরই পোশাক, তারাই তাদের সহপাঠীর সংগে এমনটি করেছে৷ ৮ ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার একটি মাধ্যমিক স্তরের স্কুলে৷ ভাইরাল ভিডিওটি দেখে শিক্ষামন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন৷ এবং ভাইরাল ভিডিওর কল্যাণেই পুলিশ তদন্ত করতে গিয়ে গতকাল এই ন'জন স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে৷ 

এই বয়সের ছাত্রদের মধ্যে মারামারির প্রবণতা থাকে, কিন্তু তাই বলে সেটা এমন পর্যায়ে যাবে!

পিএস/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য