সৌদি আরব নয়, মেসি কেন চললেন অ্যামেরিকা?
লিওনেল মেসি। এই সময়ের অন্যতম সেরা ফুটবলার এবার খেলবেন অ্যামেরিকায়। ইন্টার মায়ামিতে।
বিদায় পিএসজি
গত দুই বছর ধরে ফ্রান্সের ক্লাব পিএসজি-তে আছেন মেসি। কিন্তু এবার তিনি যে ক্লাব ছাড়তে চাইছেন, তা আগে থেকেই স্পষ্ট হয়ে গেছিল। সেটাই হলো। পিএসজি ছাড়ার কথা জানিয়ে দিলেন মেসি।
চেয়েছিল বার্সেলোনা
মেসির পুরনো ক্লাব বার্সেলোনা তাকে আবার দলে নেয়ার জন্য ঝাঁপিয়েছিল। কিন্তু তাদের এবার নিরাশ করলেন ফুটবলের এই সুপারস্টার। তবে বার্সেলোনা তার চাহিদামতো অর্থ দিতে পারছিল না।
গেলেন না সৌদি আরবেও
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। মেসির জন্য বিশাল অঙ্কের অর্থ দিতে চেয়েছিল সৌদির আরেকটি ক্লাব আল হিলাল। কিন্তু সেই বিপুল অর্থের প্রলোভন সত্ত্বেও সৌদি আরবে গেলেন না মেসি।
এবার অ্যামেরিকায়
মেসি জানিয়ে দিয়েছেন, তিনি ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকার-এ(এমএলএস) খেলবেন। তিনি আর সৌদি বা স্পেন যাচ্ছেন না। মেসি বলেছেন, ''আমি সিদ্ধান্ত নিয়েছি ইন্টার মায়ামিতেই খেলব। কয়েকটা জিনিস এখনো পাইনি, তবে আমি মায়ামিতে যাচ্ছি।''
কেন এই সিদ্ধান্ত?
সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, মেসি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সিআরসেভেনের পথে হাঁটেননি। তিনি নিজের ভবিষ্যতের কথা ভেবেছেন। তাই তিনি এমন একটা জায়গায় যোগ দিচ্ছেন, যেখানে তিনি ক্লাবের আংশিক মালিক হতে পারেন।
বেকহ্যামের পথে
মেসি এক্ষেত্রে সাবেক ফুটবলার বেকহ্যামের রাস্তায় হেঁটেছেন। বেকহ্য়াম এখন ইন্টার মায়ামির সঙ্গে যুক্ত এবং ক্লাবের আংশিক মালিকও।
মেসি-বেকহ্যাম কথা
কাতার বিশ্বকাপের সময় বেকহ্যাম পৌঁছে গিয়েছিলেন আর্জেন্টিনা শিবিরে। পরে প্যারিসেও মেসি ও বেকহ্যামের মধ্যে কথা হয়েছে। কয়েক বছর আগে মেসি বলেছিলেন, ফুটবল জীবনের শেষে তিনি অ্যামেরিকায় খেলতে চান। বেকহ্যামের চেষ্টায় সেটাই হচ্ছে।
টিকিটের দাম বাড়লো
মেসি সম্ভবত ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলবেন জুলাইতে। মঙ্গলবার ২১ জুলাইয়ের ম্যাচের টিকিট বিক্রি হচ্ছিল ২৯ ডলারে। মেসির ক্লাবে যোগ দেয়ার খবর আসার পর তার দাম হয়েছে ৩২৯ ডলার। মেসি-ভক্তরা সেই টিকিট কিনতে ঝাঁপিয়েছেন।
পেলে, বেকেনবাউয়ারের মতো
ফুটবল সম্রাট পেলে, জার্মানির অসাধারণ ফুটবলার বেকেনবাউয়ার অ্যামেরিকার কসমস ক্লাবে খেলেছেন। এবার মেসিও অ্যামেরিকা চললেন। তবে মেসির ফুটবলে এখনো ভাটার টান পড়েনি। শেষ বিশ্বকাপে তার দেশ আর্জেন্টানাকে চ্য়াম্পিয়ন করেছেন। ক্লাব ফুটবলেও তিনি এখনো অন্যতম সেরা ফুটবলার।