ছাত্রলীগের হামলা, জয়ের চমক?
১৬ সেপ্টেম্বর ২০১৩আমি মেহমান সামহয়্যার ইন ব্লগে এ সংক্রান্ত লেখার শিরোনাম দিয়েছেন, ‘‘দেখেন, দেখেন! জয়ের সেই তিন দিন পরের সেই প্রতিশ্রুত চমক!!!'' ফাহাদ ফেরদৌস ফেসবুকে হামলা নিয়ে করা প্রথম আলোর সংবাদটি শেয়ার করে জানতে চেয়েছেন ‘চমক?'
আমারব্লগে ‘সোজা কথা' লিখেছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সিপিবির নেতার উপর হামলা চালিয়ে ছাত্রলীগ কাপুরুষতার পরিচয় দিয়েছে৷ একই সুরে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন শরিফুল হাসান৷ তিনি লিখেছেন, ‘‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রথম প্রকাশ্য প্রতিবাদকারী, শুধুমাত্র এ কারণেই আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের প্রতি সকালে ঘুম থেকে উঠে শ্রদ্ধাবনত চিত্তে একবার করে মুজাহিদুল ইসলামের সেলিমের নাম মনে নেওয়া উচিত৷ কিন্তু আওয়ামী লীগ জানে না কাকে সম্মান করতে হয়, আওয়ামী লীগ জানে না কারা তাদের সত্যিকারের বন্ধু৷ আর তাই তারা বরাবরই বন্ধুকে শত্রুর মতো ট্রিট করে আর শত্রুকে কাছে টেনে নেয়৷ ধিক তাদের যারা সেলিম ভাইয়ের গায়ে হাত তোলার সাহস পায়৷''
এদিকে, হামলার ঘটনার পর ছাত্রলীগ সিলেট জেলা কমিটি বাতিল করার সিদ্ধান্ত নেয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ সময়োপযোগী ও দায়িত্বশীল ভূমিকার জন্য৷ আমি বিশ্বাস করি সত্যিকারের একজন রাজনৈতিক কর্মী কোনোভাবেই এ ধরনের একটি ন্যাক্কারজনক হামলাকে সমর্থন করতে পারেনা৷''
তবে একেএম ওয়াহিদুজ্জামান ফেসবুকে সেলিমের অতীতের কিছু ঘটনা তুলে ধরে লিখেছেন, ‘‘আপনার ওপর শারীরিক আঘাত হওয়ায় সমব্যাথি, তবে আওয়ামী লীগের লেজুড়বৃত্তি করতে গিয়ে বাংলাদেশের বাম আন্দোলনের যে ক্ষতি আপনারা করেছেন তাতে আপনাদের ওপর থেকে শ্রদ্ধা উঠে গেছে৷''
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন