‘সেনাবাহিনী দিয়ে ক্ষমতা দখলের দিন বাংলাদেশে আর নেই’
২১ জানুয়ারি ২০১২সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হারুন অর রশীদ মনে করেন, বাংলাদেশের সেনাবাহিনীর কাঁধে ভর করে এখন আর রাষ্ট্রক্ষমতা দখলের দিন নেই৷ কারণ সেনাবাহিনী এখন অনেক আধুনিক এবং পেশাদার৷
তিনি বলেন, শেখ হাসিনা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র পেশাদার সেনাবাহিনীই ব্যর্থ করে দিয়েছে৷ শুধু তাই নয় তারা তা সংবাদ মাধ্যমে প্রকাশ করে স্বচ্ছতার পরিচয় দিয়েছে৷ তবে তিনি মনে করেন, এবার ব্যর্থ ষড়যন্ত্রের মূলে ছিল যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা৷ আর এই ষড়যন্ত্রের একটি ধারাবাহিক চরিত্র আছে৷ বিডিআর বিদ্রোহকে এর থেকে আলাদা করে দেখলে চলবেনা৷
একই ধরণের মন্তব্য করেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমিন আহমেদ চৌধুরী৷ তিনি মনে করেন যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধীদের একটি বড় অংশ দেশের বাইরে আছেন৷ তাদের ইন্ধন আছে এই ষড়যন্ত্রে৷ আমিন আহমেদ চৌধুরী বলেন, এই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে৷ কতিপয় সেনা সদস্য এর সঙ্গে জড়িত থাকলেও সরকার চাইলে বিশেষ ট্রাইবুনালেও এর বিচার করা যায় বলে মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা৷
এই দুই সাবেক সেনা কর্মকর্তা বলেন, সেনাবাহিনীকে আরো পেশাদার ও দক্ষ করে তুলতে হবে৷ আর তা করা গেলে ভবিষ্যতে কোন ধরণের ষড়যন্ত্রের ঘটনাও ঘটনবেনা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক