‘সেক্স সিম্বল’ প্রিয়াঙ্কা
২ ফেব্রুয়ারি ২০১৩প্রিয়াঙ্কা অবশ্য বলিউডের সীমানা পেরিয়ে উড়াল দিয়েছেন বহুদূরে৷ পপ মিউজিকের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্ব ময়দানে লড়ছেন তিনি এখন৷ গত বছরের সেপ্টেম্বরে পপ সংগীত তারকা হিসেবে বিশ্ব দরবারে নিজের নাম লেখান প্রিয়াঙ্কা৷ প্রকাশ করেন তাঁর প্রথম একক অ্যালবাম ‘ইন মাই সিটি'৷ এখন এই অ্যালবাম নিয়ে মার্কিন মুল্লুকে উড়ে বেড়াচ্ছেন তিনি৷
পপ সংগীত জগতে প্রবেশ সম্পর্কে প্রিয়াঙ্কার বক্তব্য হচ্ছে, ‘আমি সবসময়ই নতুন কিছু করতে চেয়েছি৷ আমি ব্যতিক্রমী হতে ভালোবাসি৷ তবে নিজের ছবিতে গান গাইতেও একসময়ে আমি লজ্জা পেতাম৷'
নিজেকে সংগীত তারকা হিসেবে প্রতিষ্ঠিত করতে বেশ খানিকটা সময়ই নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ প্রথম অ্যালবামের পেছনে ব্যয় করেছেন পাক্কা এক বছর দেড় মাস৷ এসময় বলিউডেও খুব বেশি পদাচারণা ছিল না তাঁর৷ ফোর্বস ভারতকে এই বিষয়ে তিনি বলেন, ‘একজন চাইলেই স্টুডিওতে গিয়ে গান শুরু করতে পারে না৷ এজন্য নিজেকে প্রস্তুত করতে হয়৷ আমি এজন্য প্রশিক্ষণ নিয়েছি৷ কঠোর পরিশ্রম করেছি৷'
উল্লেখ্য, ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেন প্রিয়াঙ্কা চোপড়া৷ এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি৷ ২০০২ সালে আব্বাস মাস্তান পরিচালিত ছবি ‘হামরাজ'-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে পা ফেলেন তিনি৷ নিজের ক্যারিয়ারের পঞ্চাশতম ছবিটি তিনি শেষ করবেন এবছরই৷
বলিউডে অভিনয়কে এখন আর খুব বড় কোন যোগ্যতা হিসেবে বিবেচনা করেন না প্রিয়াঙ্কা৷ বরং তাঁর ভাষায়, ‘‘একটি মেয়ে সুবিধাজনক অবস্থায় পৌঁছে যেতে পারে এবং বলিউডে জায়গা করে নিতে পারে৷ এজন্য শুধু তাকে এটা নিশ্চিত করতে হবে যে, সে দেখতে ভালো৷'' কিন্তু পপ মিউজিকের বিশ্ব দরবারে শুধু দেখতে ভালো হলেই হবে না৷ বরং দরকার আরো যোগ্যতা৷ শুরুতে সেসব যোগ্যতা ভালোই দেখাচ্ছেন ৩০ বছর বয়সি এই ভারত সুন্দরী৷