1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুন্দরী ক্লিওপেট্রা আবার আসছে, তবে...

১৬ অক্টোবর ২০১০

আবারো ক্লিওপেট্রা৷ তবে এবার এই নামের সঙ্গে যোগ হয়েছেন হাল আমলের আলোচিত নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি৷ গুঞ্জন উঠেছে রুপালি পর্দায় আবারো নতুন করে দেখা যাবে ক্লিওপেট্রাকে, তবে এবার ত্রিমাত্রিক বা থ্রিডিতে৷ পরিচালক জেমস ক্যামেরন৷

https://p.dw.com/p/PfTg
Actress Elizabeth Taylor appears on the set of the movie "Cleopatra
লিজ টেইলর অভিনীত ক্লিওপেট্রাছবি: AP

অ্যাকশন হিরোইন বলতে যা বোঝায়, জোলি সেটাই৷ তারপরেও যে কোন চরিত্রে মানিয়ে নেয়ার মতো তাঁর দক্ষতা আর ক্ষমতার কথা স্বীকার করেন সকলে৷ ঐতিহাসিক ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে ৩৫ বছর বয়স্ক এই নায়িকার৷ ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত আলেকজান্ডার ছবিতে তিনিই ছিলেন নায়িকা৷

থ্রিডি ক্লিওপেট্রা ছবির সংবাদটি এমন এক সময় প্রকাশিত হলো, যখন জোলি রয়েছেন হাঙ্গেরিতে৷ তিনি সেখানেই নিজের পরিচালনায় বসনীয় যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের উপর একটি ছবি বানাবেন৷ যদিও খবর এসেছে, বসনিয়ায় তিনি নাকি তাঁর ছবির শুটিং করতে চেয়ে ব্যর্থ হয়েছেন অনুমতি পেতে৷

Angelina Jolie
এবার ক্লিওপেট্রা হবেন জোলিছবি: AP

মিসরের সুন্দরী রাণী ক্লিওপেট্রাকে নিয়ে এর আগেও ছবি হয়েছে৷ সবচেয়ে সফল ছবিটি আজ থেকে অনেক বছর আগের৷ ১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত সেই চলচ্চিত্রে নাম ভূমিকায় ছিলেন এলিজাবেথ টেইলর৷ মিসর সাম্রাজ্যের টলেমি বংশের শেষ সম্রাজ্ঞী ক্লিওপেট্রাকে নিয়ে লেখা আছে অনেক উপন্যাস এবং নাটক৷ কিন্তু আভাতার খ্যাত পরিচালক জেমস ক্যামেরন নাকি বেছে নিচ্ছেন স্টাসি শিফস-এর লেখা ‘ক্লিওপেট্রা: অ্যা লাইফ' নামক বইকে৷ তবে স্টাসিকে যখন প্রশ্ন করা হয়েছিল জোলি তাঁর লেখা বই অবলম্বনে পরিকল্পিত ছবিতে অভিনয় করছেন কিনা? উত্তরে জানিয়েছেন, ‘না আমি জানি না৷ তবে এই চরিত্রের জন্য জোলিই হচ্ছে সবচেয়ে যোগ্য অভিনেত্রী৷'

থ্রিডি ক্লিওপেট্রা বানাবার জন্য প্রযোজক প্রতিষ্ঠান কারা, তা অবশ্য এখনো জানা যায়নি৷ তবে পরিচালক জেমস ক্যামেরন নাকি কথা বলছেন ‘সনি'র সঙ্গে৷ এই ছবি হবে বিশাল বাজেটের৷ কারণ, ১৯৬৩ সালে ক্লিওপেট্রার জন্যই নাকি খরচ হয়েছিল ৪৪ মিলিয়ন ডলার৷ আর হাল আমলে ত্রিমাত্রিক প্রযুক্তি নির্ভর ছবিতে খরচ যে বেশি হবে, তা তো আর বলার অপেক্ষা রাখে না!

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম