সুইসরা, আবারো সবচেয়ে ধনী
২৭ নভেম্বর ২০১৬সর্বশেষ ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট' অনুযায়ী সুইসরাই এখনো বিশ্বের সবচেয়ে বড় লোক৷ সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ঋণদাতা ব্যাংক ক্রেডিট সুইসের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, সুইসদের গড় সম্পদের পরিমান ৫৬১,৯০০ মার্কিন ডলার৷ এরপরেই রয়েছেন মার্কিনিরা৷ তাদের গড় সম্পদের পরিমাণ ৩৪৪,৭০০ মার্কিন ডলার৷ আর তৃতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশরা, তাদের গড় সম্পদের পরিমাণ ২৮৮,৮০০ মার্কিন ডলার৷
জুরিখভিত্তিক ব্যাংকটি জানিয়েছে, প্রো-ব্রেক্সিট ভোটের কারণে পাউন্ডের মান কমে যাওয়ায় ব্রিটিশরা ১ দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের ব্যক্তি মালিকানাধীন সম্পদ হারিয়েছেন৷ অন্যদিকে, জার্মানরা তালিকার একেবারে উপরের দিকে না থাকলেও অবস্থার উন্নতি করেছে৷ বিশেষ করে সম্পত্তির দাম বেড়ে যাওয়ায় জার্মানদের ব্যক্তিমালিকানাধীন সম্পদের পরিমাণ বেড়েছে৷
‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট' জানাচ্ছে, ২০১৫ সালের মাঝামাঝি থেকে ২০১৬ সালের মাঝামাঝি অবধি জার্মানদের সম্পদের পরিমাণ ২ দশমিক আট শতাংশ বেড়ে গড় দাঁড়িয়েছে ১৮৫,১৭৫ মার্কিন ডলার৷ একইসময়ে ইউরোপের ‘পাওয়ারহাউস' খ্যাত জার্মানিতে ডলার মিলিয়নিয়ারের ক্লাবে যোগ দিয়েছেন ৪৪,০০০ মানুষ৷ দেশটিতে বর্তমানে মিলিয়নিয়ারের মোট সংখ্যা ষোল লাখ৷
এছাড়া, ‘সুপার-রিচ' গ্রুপের সদস্য সংখ্যা প্রায় তিন শতাংশ বেড়েছে৷ যার অর্থ হচ্ছে, বিশ্বে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ আছে এমন মানুষের দলে গতবছর যোগ হয়েছে আরো ৪,১০০ জন৷ এশিয়ার নতুন বেশ কয়েকজন মিলিয়নিয়ার এই ক্লাবে যোগ দেয়ায় সংখ্যাটা বেড়েছে৷
এআই/এসিবি (ডিপিএ, আইফ্যাক্স)