কঠোর হলেও সাবধানী ওবামা
১ মে ২০১৩বিদ্রোহীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে – এই তথ্য নিয়ে কয়েকদিন ধরেই বেশ তোলপাড় চলছে৷ মার্কিন গোয়েন্দাদের এই তথ্যকে ব্রিটেনও অমূলক বলছে না৷ সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে এমন তথ্য তাদের কাছেও আছে বলে দাবি করেছে দেশটি৷ তবে সীমান্তের বাইরে নয়, ব্যবহৃত হয়েছে সিরিয়ার ভেতরে৷ তবে বাশার আল-আসাদ সরকারের বাহিনী নাকি বিদ্রোহীরা ব্যবহার করেছে, কবে করেছে, কীভাবে করেছে – এসব সম্পর্কে যুক্তরাষ্ট্র বা ব্রিটেন একেবারেই নিশ্চিত নয়৷ তথ্যে এই ফাঁকগুলোর কথা স্বয়ং ওবামাও বলেছেন৷ মঙ্গলবার তিনি বলেন, এসব বিষয়ে নিশ্চিত হওয়ার আগে সিরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দিকে তিনি বা তাঁর দেশ যাবে না৷ অর্থাৎ বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে অস্ত্র চাইছে, তা পাওয়ার সম্ভাবনা আপাতত নেই৷ রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে সিরিয়ার জন্য সেটা হবে শেষ সীমা লঙ্ঘন – বেশ আগেই দেয়া ওবামার এ হুমকির কারণে যাঁরা এক্ষুনি যুক্তরাষ্ট্রের সিরিয়া আক্রমণের সম্ভাবনা দেখছিলেন, তাঁদের অনুমানও আপাতত সত্যি হচ্ছে না৷
অথচ ওবামার পূর্বসূরি জর্জ ডাব্লিউ বুশ হলে কী হতো! পারমানবিক অস্ত্র আছে – এই অজুহাতে তাঁর আমলে ইরাকে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র৷ পরে কিন্তু ইরাকে তেমন কিছুই পাওয়া যায়নি৷ বারাক ওবামা এবার অন্তত সেই পথে হাঁটছেন না৷
এসিবি/ডিজি (এএফপি)