1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘৪০ লক্ষ মানুষের সাহায্য প্রয়োজন’

২১ ফেব্রুয়ারি ২০১৩

সিরিয়ায় সাহায্য প্রার্থী নাগরিকের সংখ্যা দ্রুতহারে বাড়ছে৷ জাতিসংঘের মানবাধিকার ও জরুরি ত্রাণ বিষয়ক কর্মকর্তা ভ্যালেরি আমোস এ কথা জানিয়েছেন৷ পরিস্থিতি উন্নয়নে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/17iDZ
In this photo provided on Friday Feb. 15, 2013 by World Press Photo, the 2nd prize Spot News Stories by Fabio Bucciarelli, Italy, for Agence France-Presse, a Free Syrian Army (FSA) fighter takes position during the clashes against Syrian government forces in Sulemain Halabi district in Aleppo, Syria, Oct. 10, 2012. (AP Photo/Fabio Bucciarelli, Agence France-Presse) THIS MATERIAL IS FOR SINGLE USE PUBLICATIONS IN PRINT OR FOR A TEMPORARY ONLINE PUBLICATION, AND MAY BE USED EXCLUSIVELY TO PUBLICIZE THE 2013 WORLD PRESS CONTEST AND EXHIBITION. IT MAY NOT BE PUBLISHED AS PART OF AN ARTICLE OR ANY OTHER ITEM THAT CONTAINS NO DIRECT LINK TO WORLD PRESS PHOTO AND ITS ACTIVITIES. NOR MAY IT BE SOLD. THE PICTURE MAY NOT BE CROPPED OR MANIPULATED IN ANY WAY. PHOTO RELEASED BY WPPH. AP PROVIDES ACCESS TO THIS PUBLICLY DISTRIBUTED HANDOUT PHOTO TO BE USED ONLY TO ILLUSTRATE NEWS
ছবি: Fabio Bucciarelli, AFP

গত বছরের মার্চ মাসে সিরিয়ায় দশ লক্ষ মানুষের সাহায্য প্রয়োজন ছিল৷ সেপ্টেম্বরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫ লক্ষে৷ এরপর এ বছরের জানুয়ারিতে সেটা হয়েছে ৪০ লক্ষ৷

সাহায্য প্রার্থীর এই সংখ্যা জানিয়েছে জাতিসংঘ৷ সংস্থার মানবাধিকার বিষয়ক কর্মকর্তা ভ্যালেরি আমোস এই ক্রমবর্ধমান সংখ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন৷ এবং এর একটা রাজনৈতিক সমাধান চেয়েছেন৷

ZAATARI, JORDAN - NOVEMBER 7: Syrian refugees watch as British Prime Minister David Cameron (not pictured) arrives at Al Zaatari camp for Syrian refugees , on November 7, 2012 in north east Jordan. The camp sees some 500 people arriving daily and Cameron is thought to the first G20 leader to have visited. Cameron's visit comes ahead of talks with armed Syrian rebels. (Photo by Salah Malkawi/Getty Images)
সিরিয়ায় সাহায্য প্রার্থী নাগরিকের সংখ্যা দ্রুতহারে বাড়ছেছবি: Getty Images

এছাড়া সিরিয়ায় ত্রাণ বিতরণে তাদের বেশ সমস্যাও হচ্ছে বলে জানান আমোস৷

জেনেভায় বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷

আমোস বলেন গতমাসে তিনি চতুর্থবারের মতো সিরিয়া সফর করেছেন৷ প্রতিবারই তিনি আগেরবারের চেয়ে খারাপ অবস্থা দেখতে পেয়েছেন৷

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, তারা তুরস্ক সীমান্ত দিয়ে ত্রাণ নিয়ে ঢুকতে দিতে সিরীয় সরকারের কাছে আহ্বান জানিয়েছিলেন৷ কিন্তু সেটা না পাওয়ায় যুদ্ধ চলছে এমন এলাকা দিয়েই তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ তৎপরতা চালিয়ে যেতে হচ্ছে৷

জাতিসংঘের হিসেবে প্রায় দুই বছর ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের কারণে প্রায় ৭০ হাজার লোক নিহত হয়েছে৷ আর ঘরছাড়া হয়েছে প্রায় সাড়ে আট লক্ষ লোক৷

এই পরিস্থিতিতে জাতিসংঘ রাজনৈতিক সমাধানের কথা বললেও সেটা কবে হবে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷ সিরিয়া বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একক কোনো সিদ্ধান্ত নিতে পারছে না৷ মূলত রাশিয়া ও চীনের কারণে সেটা সম্ভব হচ্ছে না৷ কেননা সিরীয় সরকারের সঙ্গে রাশিয়ার বেশ ভাল সম্পর্ক রয়েছে৷

এদিকে জানা গেছে, সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ সম্প্রতি মার্কিন সেনেটের প্রকাশিত শুনানি থেকে জানা গেছে যে, প্রতিরক্ষামন্ত্রী লিয়ন প্যানেটা ও জয়েন্ট চিফস অফ স্টাফ এর চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসে বিদ্রোহীদের সহায়তার পক্ষে থাকলেও প্রেসিডেন্ট ওবামা চেয়েছেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান৷

সিরিয়ার ভাল বন্ধু রাশিয়া নিজেদের মতো করে পরিস্থিতির উন্নয়ন করতে চাইছে৷ তাইতো বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আরব লিগের প্রধান নাবিল আল আরাবির বৈঠক হয়েছে, মস্কোতে৷ সেসময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার সরকার ও বিদ্রোহী দুই পক্ষকেই যুদ্ধ শেষ করার আহ্বান জানান৷ লাভরভ বলেন, সামরিক পথে গেলে দুই পক্ষই ধ্বংসের সম্মুখীন হবে৷

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুহাম্মদ আগামী সোমবার মস্কো সফরে যাবেন৷ আর সিরিয়ার বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের নেতা মোয়াজ আল-হাতিব মস্কো যাবেন আগামী মাসে৷

epa03503329 A young boy tends a fire in front of his tent at a refugee camp on the border between Syria and Turkey, near the northern city of Azaz, Syria, 09 December 2012. With the arrival of winter, the living conditions have become critical in this refugee camp, where 6,000 displaced people live in a squalid condition. According to UN estimates more than 2.5 million Syrians have been affected by their violent conflict, with almost 500.000 refugees having looked for shelter outside Syria. EPA/MAYSUN
জাতিসংঘের হিসেবে প্রায় দুই বছর ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের কারণে প্রায় ৭০ হাজার লোক নিহত হয়েছে৷ আর ঘরছাড়া হয়েছে প্রায় সাড়ে আট লক্ষ লোকছবি: picture alliance / dpa

এদিকে রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতার চেষ্টা চললেও যুদ্ধ থেমে নেই৷ প্রতিদিনই সিরিয়ায় গড়ে প্রায় একশো জন লোকের প্রাণ যাচ্ছে৷

বিদ্রোহীরা প্রথমবারের মতো প্রেসিডেন্ট বাশার আল আসাদের একটি প্রাসাদে মর্টার হামলা চালাতে সক্ষম হয়েছে৷ তাতে অবশ্য প্রাসাদের সামান্যই ক্ষতি হয়েছে৷ প্রেসিডেন্ট আসাদ সেসময় ঐ প্রাসাদে ছিলেন কিনা তা জানা যায়নি৷

তবে এই হামলার কথা স্বীকার করেছে সরকারপক্ষ৷ বিদ্রোহী ‘ফ্রি সিরিয়ান আর্মি' এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে৷

জেডএইচ / এসবি (ডিডাব্লিউ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য