সিরিয়ায় নির্বাচন
৬ মে ২০১২তবে এই নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন আসাদ-বিরোধী গোষ্ঠী৷ এদিকে, দামেস্কে সহিংসতায় তিন জন নিহত৷
প্রায় ১৪ মাস আগে সরকার বিরোধী বিক্ষোভ-আন্দোলন শুরু হলে চাপের মুখে গণতান্ত্রিক সংস্কারের কথা দিয়েছিলেন বাশার আল-আসাদ৷ সেই প্রতিশ্রুতি অনুসারে প্রায় তিন মাস আগে সিরিয়ার সংবিধান সংশোধন করে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালুর বিধান করা হয়৷ ফলে নতুন সংবিধান অনুসারে সোমবার জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে প্রেসিডেন্ট আসাদের প্রশাসন৷ নির্বাচন দপ্তরের সূত্রে জানা গেছে, ২৫০টি আসনের জন্য ১১টি দল নির্বাচনে অংশ নিচ্ছে৷ এছাড়া বাথ পার্টির নেতৃত্বাধীন জাতীয় প্রগতিশীল জোটের শরিক আরো দশটি দলও নির্বাচনে যাবে৷
নির্বাচনের এক দিন আগে রবিবার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ জনগণের মাঝে গেছেন৷ রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বাশার আল-আসাদ কসিয়ুন মাউন্টেন এলাকায় সিরিয়ার নিহত সামরিক সদস্যদের স্মরণে তৈরি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন৷ কিন্তু নির্বাচনের তেমন কোন সাড়া কিংবা প্রস্তুতি খুব একটা দেখা যাচ্ছে না৷ কারণ সরকার বিরোধী আন্দোলনকারী গোষ্ঠী এই নির্বাচন বর্জনের ডাক দিয়েছে৷ এমনকি বিরোধী গোষ্ঠী ‘বিকল্প সংসদ' গঠনেরও ঘোষণা দিয়েছে৷ তারা এই নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়ার নামে একটি প্রহসন বলে এর সমালোচনা করেছে৷
বিরোধী গোষ্ঠীগুলোর অন্যতম প্রতিনিধিত্বকারী জোট ‘সিরিয়ায় গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সমন্বয়কারী পরিষদ' এর প্রধান হাইসাম মান্না ব্রাসেলস থেকে এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমরা এই নির্বাচনের বিরুদ্ধে৷ কারণ এখন সেখানে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের কোন বৈশিষ্ট্যই দেখা যাচ্ছে না৷'' এছাড়া লন্ডন থেকে সিরিয়ার জাতীয় পরিষদের সাবেক সদস্য হাইসাম মালেহ বলেছেন, ‘‘এটা এক ধরণের ব্যঙ্গ৷ বর্তমান প্রশাসনের একটি প্রচারণা মাত্র৷ প্রকৃত বিরোধী দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না৷''
এদিকে, দক্ষিণাঞ্চলের শহর দায়েল এর মানুষ স্বজন হারানোর ব্যথা বুকে নিয়ে এই নির্বাচনের প্রতিবাদ করেছেন সেখানে সরকারি বাহিনীর নির্যাতনে নিহত ২০ জনের ছবি ঝুলিয়ে৷ তারা বলছেন, এরাই সংসদ নির্বাচনের জন্য আমাদের মনোনীত প্রার্থী৷ অন্যদিকে, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সহিংসতার খবর দিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ তারা জানিয়েছে, দামেস্ক প্রদেশে সরকারি সেনাদের গুলিতে একজন এবং বোমা বিস্ফোরণে দুই জন নিহত হয়েছে৷ এছাড়া গত ১২ই এপ্রিল থেকে আন্তর্জাতিক গোষ্ঠীর প্রস্তাব অনুসারে অস্ত্র বিরতি শুরুর পর থেকে অন্তত ৬০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (রয়টার্স, এএফপি, এপি, ডিপিএ)
সম্পাদনা: রিয়াজুল ইসলাম