1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় মার্কিন-রুশ সহযোগিতা

২৮ এপ্রিল ২০১৬

সিরিয়ায় নতুন করে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে ভূমিকা রাখার আহ্বান জাতিসংঘ৷ অন্যদিকে চলছে যুদ্ধ৷ বাশার আল-আসাদের অনুগত বাহিনীর হামলায় আলেপ্পোয় অন্তত ২০ জন নিহত হয়েছে৷

https://p.dw.com/p/1IeV8
সিরিয়া যুদ্ধের সর্বশেষ ছবি
ছবি: Reuters/A. Ismail

আবার ভেস্তে যেতে বসেছে সিরিয়ায় শান্তি ফেরানোর উদ্যোগ৷ নতুন করে হামলা শুরু করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী৷ এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সহায়তা চেয়েছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক রাষ্ট্রদূত স্তাফান দে মিস্তুরা৷ বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শান্তি আলোচনা শুরুর আগেই যুদ্ধবিরতি নতুন করে কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ভূমিকা রাখার দরকার৷ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সঙ্গে সিরিয়া শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনার পর তিনি এ কথা বলেন৷

বাশার আল-আসাদ সরকার এবং বিদ্রোহীদের মধ্যে পরবর্তী পর্যায়ের শান্তি আলোচনা শুরু হবে আগামী মে মাসে৷ তবে আলোচনার ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই শঙ্কা আরো বড় হয়ে উঠেছে৷ গত সপ্তাহে সিরিয়ার প্রধান বিরোধী জোট হাই নেগোসিয়েশন কমিটি (এইচএনসি) জানিয়েছে, বাশার আল-আসাদের অনুগত বাহিনী আবার সাধারণ নাগরিকের ওপর হামলা শুরু করায় তারা আর শান্তি আলোচনায় অংশ নেবে না৷

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় আবার রক্তক্ষয় শুরু হয়েছে৷ ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাশার আল-আসাদের অনুগত বাহিনীর বিমান হামলায় শহরটিতে অন্তত ২০ জন মারা গেছে৷ নিহতদের মধ্যে একজন শিশু এবং তিন জন স্বাস্থ্যকর্মী রয়েছে বলেও মানবাধিকার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান