সিরিয়া
৩ জুন ২০১২বিদেশি মদতে সন্ত্রাস
রোববার সিরিয়ার নবনির্বাচিত সংসদ সদস্যদের সামনে এক ঘণ্টারও বেশি সময় ধরে ভাষণ দেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ৷ তিনি হুলা গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দানবদের পক্ষেও এই ধরণের কাজ সম্ভব নয়৷ উল্লেখ্য, সেই হত্যাকাণ্ডে ১০৮ জন মানুষ নিহত হয় যার মধ্যে রয়েছে ৪৯ জন শিশু এবং ৩৪ জন নারী৷ প্রেসিডেন্ট আসাদ এই গণহত্যার সঙ্গে তাঁর সরকারের কোন সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তাঁর ভাষণে৷ গত ১৫ মাস ধরে তাঁর বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের তিনি সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন এইসব সন্ত্রাসীর বিরুদ্ধে সরকারি দমনাভিযান অব্যাহত থাকবে৷ আসাদ বলেন, হুলা হত্যাকাণ্ডের পর সিরিয়াতে আন্তর্জাতিক মহলের ভূমিকা স্পষ্ট হয়ে গেছে৷ আমরা কোন রাজনৈতিক সমস্যার মোকাবিলা করছি না বরং এই দেশটিকে ধ্বংস করার একটি চক্রান্তের মোকাবিলা করছি৷ তিনি বলেন, যারা সিরিয়াতে বিদেশি হস্তক্ষেপ চায় তাদের সঙ্গে কোন আলোচনা হতে পারে না৷ সন্ত্রাস কোন রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে পারে না, বলেন প্রেসিডেন্ট আসাদ৷
বান কি মুনের আহ্বান
এদিকে সিরিয়াতে পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায় আন্তর্জাতিক সংলাপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন৷ রোববার তাঁর সঙ্গে বৈঠক করেন ইসলামি সহযোগিতার সংগঠন ওআইসি-র প্রধান ইকেলেমেদদিন ইহসানেগ্লু৷ এরপর সাংবাদিকদের সামনে মুন বলেন, আমরা সিরিয়ার মানুষকে সাহায্য করার ওপর জোর দিচ্ছি৷ সিরিয়ায় আগামীতে কী ধরণের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আলাপ আলোচনাকে আমি স্বাগত জানাবো৷ আরব লিগের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো নিয়ে নিরাপত্তা পরিষদ আলোচনা করবে বলে আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব৷ সিরিয়া নিয়ে জাতিসংঘ এবং ওআইসি একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি৷
সামরিক হামলার পক্ষে ফ্রান্স
এদিকে সিরিয়াতে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়া যেতে পারে, এমন অবস্থান ব্যক্ত করেছেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী জঁ ইয়েভ ল দ্রিয়া৷ তবে তিনি জানিয়েছেন, এই ধরণের পদক্ষেপ একমাত্র জাতিসংঘের অনুমতি সাপেক্ষে হতে হবে৷ তিনি আসাদকে সমর্থন না দেওয়ার জন্য রাশিয়ার প্রতিও আহ্বান জানিয়েছেন৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি)
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়