1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোমা হামলা

৫ মে ২০১২

সিরিয়ায় পর্যবেক্ষক দলের উপস্থিতি সত্ত্বেও সহিংসতা অব্যাহত রয়েছে৷ শনিবার দামেস্ক ও আলেপ্পোতে বোমা হামলার খবর পাওয়া গেছে৷ নিহত হয়েছে অন্তত পাঁচ জন৷ রবিবার সেখানে পর্যবেক্ষকের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে খবরে প্রকাশ৷

https://p.dw.com/p/14qZE
epa03206597 The wreck of a military car is seen after an explosion at al-Thawra Street in Damascus, Syria, 05 May 2012. According to eyewitnesses, the blast went off near the Social Military Institution, causing material damages only. Nine cars have been totally damaged by the blast that has also smashed glass window of the institution and nearby buildings. EPA/STR +++(c) dpa - Bildfunk+++
দামেস্ক-এ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িছবি: picture-alliance/dpa

গত ১২ই এপ্রিল থেকে সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে নেমেছে আন্তর্জাতিক প্রতিনিধি দল৷ জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সিরিয়ার সংকট সমাধানে সরকারি বাহিনীর হত্যা-নির্যাতন বন্ধের কথা রয়েছে, যাতে করে সকল পক্ষ সেখানে রাজনৈতিক সমঝোতা প্রক্রিয়ায় অংশ নিতে পারে৷ এছাড়া ৩০০ জন পর্যবেক্ষকের সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের কথা রয়েছে৷ তবে জাতিসংঘ শান্তি মিশনের প্রধান হের্ভে ল্যাডসুস জানিয়েছেন, বর্তমানে সিরিয়ায় পর্যবেক্ষক রয়েছেন প্রায় ৪০ জন৷ অবশ্য রবিবার পর্যবেক্ষকের সংখ্যা ৬৫ জনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন তিনি৷ এছাড়া কোফি আনানের এক মুখপাত্র দাবি করেছেন যে, শান্তি পরিকল্পনা সঠিক পথেই এগুচ্ছে৷ তবে এটার সম্পূর্ণ সাফল্য পেতে কিছুটা সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি৷

এদিকে, আসাদ প্রশাসন আন্তর্জাতিক দূত কোফি আনানের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে একমত হওয়া সত্ত্বেও সিরিয়ার বিভিন্ন শহরে সরকারি বাহিনীর গুলি এবং আটকাভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ এমনকি শনিবার বারজেহ এলাকায় সেনা অভিযানের কথাও জানিয়েছে অবজারভেটরি৷ এছাড়া একদিন আগে জুমার নামাজের পর বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় সেনা সদস্যরা৷ ফলে বিভিন্ন শহরে মোট ৩৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে৷

অন্যদিকে, শনিবার রাজধানী দামেস্ক এবং আলেপ্পো শহরে পৃথক বোমা বিস্ফোরণ ঘটেছে৷ আলেপ্পোয় একটি গাড়ি মেরামতের কারখানায় বোমা বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত হয়েছে৷ ফ্রি সিরিয়ান আর্মি'র সদস্য আলি আল-হালাবি এই বোমা হামলার দায়িত্ব স্বীকার করে বলেছেন, মূলত আসাদ প্রশাসনের সমর্থকদের বিরুদ্ধেই এই হামলা৷ আর দামেস্ক-এর আল সাউরা সড়কে বোমা বিস্ফোরণ ঘটেছে সেনা বাহিনীর একটি গাড়ির নিচে৷ এতে মোট নয়টি গাড়ি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাতে বার্তাসংস্থাগুলো জানিয়েছে৷

সিরিয়ায় কিছুদিন আগে সরকারি বাহিনী ও বিদ্রোহী সেনাদের মধ্যে সংঘর্ষের খবর বেশি শোনা গেলেও সম্প্রতি আসাদ প্রশাসনের দখলে থাকা শহরগুলোতে বোমা হামলার ঘটনা বেশি ঘটছে৷ বিশ্লেষকরা মনে করছেন, আসাদ বিরোধী আন্দোলনকারীরা বর্তমানে এই নতুন কৌশল গ্রহণ করেছে৷ এর মাধ্যমে তারা দেখাতে চায় যে, প্রেসিডেন্ট আসাদ যেসব এলাকায় নিজের সমর্থক আছে বলে মনে করছেন, সে ধারণাটা ভ্রান্ত৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য