1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া-তুরস্ক

৬ অক্টোবর ২০১২

সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের দমন করতে গিয়ে শেষ পর্যন্ত প্রতিবেশী দেশের সাথেও সংঘাতে জড়িয়ে পড়েছে৷ সিরিয়ার সৈন্যরা তুরস্কের অভ্যন্তরে গোলা নিক্ষেপের পর আবারও তার পাল্টা জবাব দিয়েছে তুর্কি সেনারা৷

https://p.dw.com/p/16LdW
ছবি: dapd

এদিকে, সিরিয়ায় আটক ইরানিদের মুক্তির দাবি জানিয়েছে তেহরান৷

সিরিয়া নতুন করে তুরস্কের অভ্যন্তরে গোলা হামলা চালিয়েছে এমন দাবি তুলে পাল্টা হামলা চালিয়েছে তুর্কি বাহিনী৷ সিরিয়া ও তুরস্কের মধ্যে এমন হামলা ও পাল্টা হামলার চতুর্থতম ঘটনা এটি৷ তুরস্কের সীমান্তবর্তী প্রদেশ হাতাই-এর প্রশাসকের দপ্তর বলছে, শনিবার স্থানীয় সময় সাতটায় ইয়ায়লাদাগি জেলার গুভেচি গ্রামের কাছে গোলা নিক্ষেপ করা হয়৷ জবাবে গুভেচি সীমান্তফাঁড়ি থেকে তুর্কি সেনারাও চার রাউন্ড গোলা ছুঁড়েছে৷ তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি৷ এর আগে, তুর্কি প্রধানমন্ত্রী রেচেপ তায়েপ এরদোয়ান হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, তাঁর দেশ যুদ্ধ চায় না৷ কিন্তু সিরিয়া যেন উস্কানি দিয়ে ‘মারাত্মক ভুল' না করে বসে৷

Türkei Syrien Grenze Grenzposten Panzer und Soldaten bei Akcakale
সীমান্ত পাহারায় তুর্কী সেনাছবি: Reuters

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ চলতি সপ্তাহে আলেপ্পো নগরীতে ‘সন্ত্রাসী হামলা'য় ৪৬ জন বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনার নিন্দা জানিয়েছে৷ পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিরাপত্তা পরিষদের সদস্যরা আলেপ্পোয় সন্ত্রাসী হামলায় কয়েক ডজন মানুষের মৃত্যু এবং শতাধিক মানুষের হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানায় - আল-কায়েদার সহযোগী সংগঠন জেবহাত আল-নুসরা গোষ্ঠী যে হামলার দায়িত্ব স্বীকার করেছে৷''

আর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শনিবার রাজধানী দামেস্কের উপকণ্ঠে কাসিউন পাহাড়ের কাছে শহীদ সেনা সদস্যদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন৷ ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের ৩৯তম বার্ষিকী উপলক্ষ্যে প্রেসিডেন্ট আসাদ সেখানে যান৷ রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা ঐ অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে৷

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে সিরিয়ার বিদ্রোহীদের হাতে আটক ৪৮ জন ইরানি নাগরিকের মুক্তির দাবি জানিয়েছে৷ সিরিয়ায় আটক এসব ইরানিকে ‘তীর্থযাত্রী' হিসেবে অভিহিত করে আসছে তেহরান৷ তবে সিরিয়ার বিদ্রোহীদের মতে, তারা ইরানের বিপ্লবী প্রহরী বাহিনীর সদস্য এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রশাসনের পক্ষে সামরিক অভিযানে তারা অংশ নিচ্ছিল৷

বিদ্রোহীরা বর্তমানে আসাদ প্রশাসনের উপর দামেস্কের পূর্বাঞ্চলীয় ঘুতা এলাকা থেকে সেনা প্রত্যাহারে চাপ দিতে এসব জিম্মিকে ব্যবহার করছে৷ বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে যে, ঘুতা থেকে সেনা প্রত্যাহার করা না হলে ইরানি জিম্মিদের একে একে হত্যা করা হবে৷ এ অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপরাস্ত শনিবার বলেছেন, ‘‘সিরিয়ায় ইরানি তীর্থযাত্রীদের জীবনের ক্ষয়ক্ষতির জন্য তাদের জিম্মিকারী এবং তাদের সমর্থকদের দায়দায়িত্ব বহন করতে হবে৷''

এএইচ / জেডএইচ (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য