1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার শরণার্থীদের দেখতে যেতে পারেন জোলি

১৭ জুন ২০১১

সিরিয়া থেকে হাজার হাজার শরণার্থী আশ্রয় নিচ্ছে তুরস্কের দক্ষিণাঞ্চলে৷ তাদের দেখতে যেতে পারেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি৷ তুরস্কের কুটনৈতিক মহল থেকে এ খবর জানা গেছে৷

https://p.dw.com/p/11d27
জাতিসংঘের শুভেচ্ছা দূত অ্যাঞ্জেলিন জোলিছবি: AP

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা অ্যাঞ্জেলিনা জোলির এই অনুরোধ যাচাই করে দেখবেন৷ কখন, কোন সময়ে তাঁকে আমন্ত্রণ জানানো যায় তা নিয়ে আলোচনায় ব্যস্ত পররাষ্ট্র মন্ত্রণালয়৷ হলিউডের এই অভিনেত্রী জাতিসংঘের শরণার্থী দপ্তরের ‘গুডউইল অ্যাম্বাসেডর' হিসেবে দায়িত্ব পালন করেতে বিভিন্ন দেশের শরণার্থীদের সঙ্গে প্রায়ই সাক্ষাৎ করেন৷

তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সিরিয়ায় গণ-আন্দোলন শুরু হওয়ার পর প্রায় আট হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে তুরস্কে৷ সিরীয় সরকার বাহিনীর হামলা এবং আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে তারা সিরিয়া থেকে পালিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছে৷ এদের বেশির ভাগই এসেছে সিরিয়ার গ্রাম জিসর-আল-শুগুর থেকে৷ গ্রামটি তুরস্ক থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত

গত মার্চ মাসে অ্যাঞ্জেলিনা জোলি আকস্মিক সফরে আফগানিস্তান পৌছান৷ সেখানে শরণার্থী শিবিরে আশ্রিতদের সঙ্গেও কথা বলেন হলিউডের এই নায়িকা৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য