সিরিয়ার রাকায় ইসলামিক স্টেটের শেষ লড়াই
১২ অক্টোবর ২০১৭ইসলামিক স্টেটের যোদ্ধাদের হাত থেকে সিরিয়ার রাকা শহরকে মুক্ত করার যুদ্ধ শেষ পর্যায়ে পৌঁছেছে৷ অবশিষ্ট আইএস যোদ্ধারা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে, বলে ধরে নিচ্ছেন ইসলামিক স্টেটের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল রায়ান ডিলন৷
তিনি জানান, ৪০০ অবধি জঙ্গি এখনও রাকায় অবস্থান করছে, বলে ধরে নেওয়া হচ্ছে৷ দৃশ্যত তাদের অধিকাংশ রয়েছে রাকার ঐতিহাসিক কেন্দ্রে, যেখানে আইএস তাদের শত্রুদের প্রকাশ্যে শিরচ্ছেদ ও ক্রশবিদ্ধ করত৷
‘‘বিদেশি যোদ্ধারা শেষ পর্যন্ত যুদ্ধ চালাবে, বলে আমরা প্রত্যাশা করছি৷ আইএস যোদ্ধাদের মধ্যে বিদেশি যোদ্ধাদের একটি কট্টর গোষ্ঠী রয়েছে,'' বলেন ডিলন৷ ‘‘কিন্তু গতমাসে আমরা প্রতি সপ্তাহে চার থেকে পাঁচজন আইসিস যোদ্ধাকে আত্মসমর্পণ করতে দেখেছি, যাদের মধ্যে আমিররাও আছে,'' বলে ডিলন মন্তব্য করেন৷ এই আমিররা হলো রাকায় আইএস-এর স্থানীয় নেতৃবর্গ৷
গত জুন মাসে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) রাকা অবরোধ করে একটি বহুমুখী অভিযান শুরু করে৷ এসডিএফ প্রধানত কুর্দি ও আরব যোদ্ধাদের একটি জোট৷ রাকা অভিযানে এসডিএফ-কে আকাশ থেকে সাহায্য করছে মার্কিন নেতৃত্বাধীন জেট৷
রাকা অবরোধে বেসামরিক ব্যক্তিরা আটক
জাতিসংঘের বিবৃতি অনুযায়ী প্রায় ৮,০০০ বেসামরিক ব্যক্তি রাকায় আটকা পড়ে থাকতে পারেন৷ তাদের ‘মানব ঢাল' হিসেবে ব্যবহার করা হতে পারে, এই আশঙ্কায় রাকা সিভিক কাউন্সিল বা রাকা পৌর পরিষদ আইএস-এর সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেছে৷ আইএস-এর পতনের পর রাকার অস্থায়ী প্রশাসন হিসেবে এসডিএফ এই পৌর পরিষদ সৃষ্টি করে৷
‘‘দায়েশ-এর হাতে আটক বেসামরিক বাসিন্দাদের (রাকা) শহর পরিত্যাগের শ্রেষ্ঠ উপায় সম্পর্কে রাকা পৌর পরিষদ কথাবার্তা চালাচ্ছে৷ সন্ত্রাসবাদীরা বেসামরিক বাসিন্দাদের একাংশকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে,'' বলে মার্কিন নেতৃত্বাধীন জোটের তরফ থেকে বলা হয়৷ ‘‘রাকা থেকে পলায়নপর ব্যক্তিদের মধ্যে যারা দায়েশ-এর হয়ে লড়াই করেছে, বলে জানা যাবে, তাদের স্থানীয় কর্তৃপক্ষের হাতে বিচারের জন্য তুলে দেওয়া হবে৷''
এখনও ঝুঁকি
আন্তর্জাতিক শক্তিসমূহ ও স্থানীয় গোষ্ঠীবর্গের আক্রমণে গত এক বছরে ইরাক ও সিরিয়ায় আইএস-এর নিয়ন্ত্রণাধীন এলাকা ক্রমেই আরো ছোট হয়ে এসেছে৷ ইরাকের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী এ বছরের গোড়ায় মোসুলকে মুক্ত করে, যা আইএস-এর বিরুদ্ধে একটি বড় জয় হিসেবে উদযাপিত হয়৷
২০১৪ সালে আইএস ইরাক ও সিরিয়া জুড়ে অভিযান চালিয়ে শেষমেষ মোসুল দখল করে, যেখানে আইএস নেতা আবু-বকর আল-বাগদাদি ঐতিহাসিক আল-নুরি মসজিদ থেকে ইসলামিক স্টেটের খেলাফত ঘোষণা করেন৷
আইএস তার দখলীকৃত এলাকার একটি লক্ষণীয় অংশ হারালেও, আইএস-এর বিদেশি যোদ্ধাদের একাংশ ইউরোপে প্রত্যাবর্তন করার পর তারা যে ধরণের সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হতে পারে, সে ব্যাপারে ইউরোপের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ যথেষ্ট উদ্বিগ্ন৷
এসি/জেডএইচ (রয়টার্স, এএফপি, এপি)