1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্রোহীরা অস্ত্র নিষেধাজ্ঞার বাইরে

২৮ মে ২০১৩

অবশেষে সিরীয় বিদ্রোহীদের একটা বড় দাবি মেনে নিলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)৷ যু্দ্ধ দ্রুত শেষ করতে অস্ত্র সহায়তা চেয়ে আসছিল বিদ্রোহীরা৷ নিষেধাজ্ঞা তুলে নিয়ে সেই পথ অনেকটাই উন্মুক্ত করে দিয়েছে ইইউ৷

https://p.dw.com/p/18fIT
Rebel fighters from the Al-Ezz bin Abdul Salam Brigade pose for picture as they attend a training session at an undisclosed location near the al-Turkman mountains, in Syria's northern Latakia province, on April 24, 2013. AFP / MIGUEL MEDINA (Photo credit should read MIGUEL MEDINA/AFP/Getty Images)
Rebellen Syrien April 2013ছবি: Miguel Medina/AFP/Getty Images

সোমবার ব্রাসেলসে ইইউ সদস্য দেশগুলোর বৈঠকে সিরিয়ার বিদ্রোহীদের ওপর থেকে অস্ত্রনিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও এখনি অস্ত্র সরবরাহ করার আশ্বাস দেয়া হয়নি৷ নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ ছিল৷ ব্রিটেন আর ফ্রান্স আগেই জানিয়েছিল যে তারা নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয়ার পক্ষে৷ কিন্তু বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দিলে সংকট আরো ঘণীভূত হবে – এই ধারণা থেকে অস্ট্রেলিয়া, চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং ফিনল্যান্ড নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিরোধিতা করেছে৷ শেষ পর্যন্ত অবশ্য নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়৷ তবে আগামী মাসে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকের কারণে সিদ্ধান্ত এখনি কার্যকর হবে না৷ রাশিয়া এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এ বৈঠকে সিরিয়া সংকট নিরসনের জন্য আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগই গুরুত্ব পাবে৷

সেই বৈঠকের আগে বিদ্রোহীদের অস্ত্র দেয়া শুরু করলে সঙ্কট নিরসন কঠিন হয়ে যেতে পারে৷ তাই ব্রাসেলসের বৈঠক শেষে ফ্রান্সের এক কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারটি পুরোপুরি তাত্বিক, আগস্টের আগে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের কোনো সম্ভাবনা নেই৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য