সিরিয়াতে পোলিওর ভয়াবহতা
১৩ নভেম্বর ২০১৩পোলিও-এমন একটি ভাইরাস থেকে এই রোগটি হয়, যা খুব সহজেই মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়৷ সাধারণ খাবার এবং পানি থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে৷ আর শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এটি৷ সিরিয়ার লাখো শরণার্থী যেখানে গাদাগাদি করে বসবাস করছে, সেখানে এটা ছড়িয়ে পড়াটা খুবই স্বাভাবিক৷ ১৪ বছরের মধ্যে প্রথমবার গত মাসে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বেশ কয়েকজন শিশু পোলিও আক্রান্ত হয়েছে৷
ল্যানসেট মেডিকেল জার্নালে লেখা এক প্রতিবেদনে জার্মান বিজ্ঞানীরা বলেছেন, সিরিয়ায় পোলিও সংক্রমণ রোধ করা না গেলে তা খুব দ্রুত ইউরোপের দেশগুলোতে ছড়িয়ে পড়বে৷
বিশ্ব স্বাস্থ্য কর্মসূচি ডাব্লিউএইচও জানিয়েছে, পাকিস্তান থেকে সম্ভবত এই ভাইরাস সিরিয়ায় এসেছে৷
মানুষের স্নায়ুতন্ত্রের উপর পোলিওর প্রভাব পড়ে, যার ফলে কয়েক ঘণ্টার মধ্যে শরীরের কিছু অংশ বিকল হয়ে যেতে পারে৷ তাই ডাব্লিউএইচও আবারো সতর্ক করে দিয়ে বলেছে, কোনো এলাকার একটি শিশু সংক্রমিত হলে যে কোনো স্থানের শিশুদের জন্য তা হুমকিস্বরূপ৷
ল্যানসেট প্রকাশনায় আরও বলা হয়েছে, ইউরোপের দেশগুলোতে এখন ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন বা আইপিভি ব্যবহার করা হচ্ছে৷ কিন্তু ওরাল পোলিও ভ্যাকসিন ব্যবহার করছে না, যা সবচেয়ে জরুরি৷ কেননা আইপিভি কেবল আংশিকভাবে পোলিও প্রতিরোধ করে, পুরোপুরি না৷
যেহেতু সিরিয়া থেকে বেশিরভাগ মানুষ ইউরোপের প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে, তাই ইউরোপে পোলিও ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি বলে জানিয়েছেন জার্মান বিজ্ঞানীরা৷
এপিবি/এসবি (এপি, রয়টার্স)