সিরিয়াকে সতর্ক করে দিলেন ব্রাহিমি
১৮ অক্টোবর ২০১২ব্রাহিমি মনে করছেন, সিরিয়া আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি থেকে সরে না এলে আশপাশের দেশগুলোও যুদ্ধে জড়িয়ে যেতে পারে৷ তিনি এমন আশঙ্কার কথা বললেন, লেবানন সীমান্তে গোলাগুলি শুরু হওয়ার পর৷ মধ্যপ্রাচ্য সফরের এ পর্যায়ে লেবাননে গিয়েছিলেন ব্রাহিমি৷ এমন সময়েই লেবানন সীমান্তে উত্তেজনা৷ বুধবার লেবানন সীমান্ত থেকে মেশিনগানের গুলি ছোঁড়া হলে সিরিয়া থেকে বাশার আল-আসাদের অনুগত বাহিনী কামানের গোলা ছোঁড়ে৷ বার্তা সংস্থা এএফপিকে লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা এ কথা জানান৷ এ ঘটনার পরই সিরিয়াকে সতর্ক করে ব্রাহিমি বলেছেন, ‘‘এমন চলতে থাকলে সিরিয়া-সংকট আর সিরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না৷ হয় এর নিষ্পত্তি হবে, নয়তো পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে যেতে আগুন ছড়িয়ে পড়বে চারিদিকে৷''
ওদিকে তুরস্ক সীমান্তেও দেখা দিয়েছে উত্তেজনা৷ স্থানীয় এক সূত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা আনাতোলিয়া জানায়, বুধবার সিরিয়া থেকে কামান দাগানো হলে তুর্কি সেনাবাহিনীও কামানের গোলা ছুড়ে পাল্টা জবাব দেয়৷
তবে লেবানন আর তুরস্ক সীমান্তের চেয়ে অনেক ভয়াবহ পরিস্থিতি মারাত আল নুমানে৷ সিরিয়ার এই উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরে যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করে চলেছে আসাদের অনুগত বাহিনী৷ শহরটি গত ৯ অক্টোবর থেকে বিদ্রোহীদের দখলে৷
এসিবি/ এসবি (এএফপি)