সিরিয়াকে অভিনন্দন
১৩ সেপ্টেম্বর ২০১৩জেনেভায় শুরু হয়েছে সিরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ-এর বৈঠক৷ সেখানে রাসায়নিক অস্ত্র নিরোধ সংক্রান্ত সিরিয়ার প্রস্তাব নিয়ে আলোচনার শুরুতেই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কেরি৷ সিরিয়া চায়, রাসায়নিক অস্ত্র নিরোধ চুক্তি স্বাক্ষরের ৩০ দিন পর জাতিসংঘের বিশেষজ্ঞরা গিয়ে অস্ত্রের মজুদ পরীক্ষা করুক৷ কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন. ‘‘সিরিয়া সরকার যে আচরণ করছে তার আলোকে আমাদের বিবেচনায় এই মুহূর্তে এই প্রক্রিয়ার কোনো সাধারণ মানদণ্ড নেই৷ '' শেষ পর্যন্ত সিরিয়া শর্ত না মানলে সে দেশকে তার পরিণাম ভোগ করতে হবে বলে উঙ্গিত দেন কেরি৷
রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ কেরির নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি৷ লাভরভের সঙ্গে বৈঠক শেষে জন কেরির জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত লাখতার ব্রাহিমির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে৷
জন কেরি সিরিয়ার প্রস্তাব নিয়ে সন্দিহান হলেও চীন এবং রাশিয়া সন্তুষ্ট৷ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিরোধ চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বলেছেন, ‘‘আমি মনে করি, সিরিয়ার এ সিদ্ধান্তকে সবার স্বাগত জানানো উচিত৷ আশা করি সিরিয়া সংকট নিরসনে এটা খুব বড় ভূমিকা রাখবে৷''
তবে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে সিরিয়ার রাসায়নিক অস্ত্র প্রত্যাহার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে৷ প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া ইতিমধ্যে রাসায়নিক অস্ত্র অন্য জায়গায় সরিয়ে নিতে শুরু করেছে৷
এসিবি/এসবি (এপি, এএফপি, রয়টার্স)