হরতালের রাজনীতি
১৬ জানুয়ারি ২০১৩জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে এবং বিদ্যুতের দাম আর না বাড়ানোর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ বুধবার ঢাকাসহ সারা দেশে আধাবেলা হরতাল পালন করেছে৷
সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতালে রাজধানীর পল্টন, শাহবাগ, মোহাম্মদপুর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় মিছিল করেছেন হরতাল সমর্থকরা৷ কিন্তু তাঁরা পল্টন মোড় অবরোধ করতে চাইলে পুলিশ লাঠিপেটা করে৷ হরতাল সমর্থকরাও এর পাল্টা জবাব দিলে হয় সংঘর্ষ৷
পুলিশ এ সময় গ্যাস, মরিচের গুড়া এবং রঙির পানির জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করতে৷ পুলিশের হামলায় সাংবাদিকসহ বেশ কয়েকজন হরতাল সমর্থক নেতা-কর্মী আহত হন৷ বাসদ নেতা খালেকুজ্জামান বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই, তাই এরকম আচরণ করছে৷ আর সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাধা সত্ত্বেও হরতাল সফল হয়েছে৷
এদিকে, পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান দাবি করেছেন যে, তারা হরতাল সমর্থকদের ওপর হামলা করেননি৷ তারা সাধারণ মানুষের নিরপত্তার জন্য যা করণীয়, সেটাই করেছেন৷
হরতাল শেষে এক সংবাদ সম্মেলনে সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিয়েছেন৷
অন্যদিকে, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, হরতাল রাজনৈতিক অধিকার৷ একে আইন করে বন্ধ করা যায় না৷ তবে ইস্যু এবং নৈতিক ভিত্তি ছাড়া কোনো হরতাল কাম্য নয়৷
আধাবেলার হরতালে রাজধানীতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কম৷ হরতালের সময় দূরপাল্লার বাস চলাচল করেনি৷ ঢাকার বাইরেও হরতাল পালেনের খবর পাওয়া গেছে৷