সিটি নির্বাচনের যত উক্তি
শেষ হলো ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন৷ ভোট সুষ্ঠু হয়েছে বলে আওয়ামী লীগ দাবি করলেও বিএনপি কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেছে৷ ঢাকায় হরতালও ডেকেছে দলটি৷ এক নজরে দেখে নিন নির্বাচন নিয়ে নানা মন্তব্য৷
শত বছরের ‘সেরা নির্বাচন’
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে বিগত ১০০ বছরের মধ্যে ‘সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন’ হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ৷ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন৷
প্রত্যাখ্যান, হরতাল
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি৷ রোববার ঢাকায় হরতালও ডেকেছে দলটি৷ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘দুই সিটির নির্বাচনে ভয়াবহ রকমের কারচুপি, জালিয়াতি, জবরদস্তি করে নির্বাচন অনুষ্ঠানের কারণে এবং জনগণের রায়কে একেবারে পদদলিত করে দলীয় দৃষ্টিকোণ থেকে এই নির্বাচনকে প্রভাবিত ও লুট করে ফলাফল নিয়ে যাওয়া হয়েছে৷’’
হরতাল প্রতিহতের ঘোষণা
বিএনপির ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি৷ শনিবার রাতে বিএনপি হরতালের ঘোষণা দেওয়ার পরপরই সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গাঁ ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, রোববার তারা রাজধানীতে স্বাভাবিকভাবেই বাস চালাবেন৷ রাঙ্গাঁ এখন জাতীয় পার্টির মহাসচিব এবং এনায়েত ঢাকার আওয়ামী লীগ নেতা৷
‘কোনো অভিযোগ পাইনি’
ইভিএম ব্যবহারে ভোগান্তি, একজনের ভোট আরেকজন দিয়ে দেয়া, বিরোধী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার নানা অভিয়োগ থাকলেও এর কোনটিই মানতে নারাজ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা৷ দুই সিটি নির্বাচনে ভোটের হার ৩০ শতাংশের নিচে থাকতে পারে বলে তার ধারণার কথাও সাংবাদিকদের জানান সিইসি৷
ভোটার কম, তাপসের ব্যাখ্যা
নির্বাচনি আচরণবিধি কঠোর হওয়ায় প্রার্থীরা ভোটারদের কাছে যেতে পারেননি৷ এ কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে মনে করেন দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস৷ রাজধানীর গ্রিনরোডে নিজের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘মাত্র এক বছর আগে জাতীয় নির্বাচন হয়ে গেছে৷ এটি স্থানীয় নির্বাচন৷ এ কারণেও হয়তো অনেকে ভোট দিতে আসেননি৷’’
‘জনগণের মনে স্থান নিয়েছি’
ফল যাই হোক জনগণের মনে জায়গা করে নিয়েছেন বলে মনে করেন দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন৷ তিনি জনগণের মেয়র হয়ে গেছেন বলেও মন্তব্য করেন সাংবাদিকদের কাছে৷