সিঙ্গাপুরে জয় পেলেন ফেটেল
২৪ সেপ্টেম্বর ২০১২এই বছরটা মোটেও ভালো যাচ্ছিল না ফেটেলের৷ কেননা গত ১৩টা রেসে তিনি মাত্র একবার জয়ী হয়েছিলেন৷ যেখানে গত বছর তিনি জয় পেয়েছিলেন ১১টিতে৷
অবশ্য গাড়ি দৌড়ের জন্য ২০১২ সালটাই কেমন যেন! সিঙ্গাপুরেরটা মিলিয়ে গত ১৪টি রেসে জয়ী হয়েছেন সাতজন রেসার৷ অর্থাৎ কেউ কাউকে ছাড় দিচ্ছেন না৷
সব মিলিয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়নশীপ দৌড়ে এগিয়ে আছেন ফার্নান্ডো আলোন্সো৷ পয়েন্টের বিচারে তাঁর সংগ্রহ ১৯৪৷ আর ফেটেলের সংগ্রহে এখন ১৬৫ পয়েন্ট৷ মানে আলোন্সোর চেয়ে ২৯ পয়েন্ট কম৷ রেস বাকি আছে এখনো ছয়টি৷
ফেটেল মনে করছেন এবারের চ্যাম্পিয়ন কে হতে যাচ্ছেন সেটা নিশ্চিত হতে পারে বছরের শেষ দৌড়ে৷ যেমনটা হয়েছিল ২০১০ সালে৷ সেবার শেষ রেসে মোট চারজন প্রতিযোগী চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিলেন৷ এর মধ্যে ফেটেল ছিলেন তিন নম্বরে৷ আবু ধাবিতে হওয়া সেই রেসে ফেটেল প্রথম হয়ে ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসেবে মাত্র ২৩ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন৷
ফেটেলের মতোই তাঁর রেড বুল দলের প্রধান ক্রিস্টিয়ান হোরনার'ও মনে করছেন এবার শেষ রেসেই চ্যাম্পিয়ন নির্ধারিত হতে পারে৷ তিনি বলেন, ২০১০ সালে দুই রেস বাকি থাকতে ফেটেল সেসময় তালিকায় এক নম্বরে থাকা আলোন্সোর চেয়ে ২৫ পয়েন্টে পিছিয়ে ছিলেন৷ আর এবারতো তাও পরিস্থিতিটা একটু ভালো৷ কেননা এবার ফেটেল ২৯ পয়েন্ট পিছিয়ে থাকলেও রেস বাকি আছে ছয়টি৷
ফরমুলা ওয়ানের পরবর্তী আসর শুরু হবে জাপানে, অক্টোবরের ৫ তারিখে৷
জেডএইচ/ডিজি (এএফপি)