1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের নীতিমালা প্রয়োজন: খালিদী

২২ ডিসেম্বর ২০১১

বাংলাদেশের অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঁচ বছর পূর্তি হয়ে গেল মঙ্গলবার৷ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজনীতিবিদ সহ উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা৷

https://p.dw.com/p/13XIY
বিডিনিউজ'এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীছবি: DW

অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বিডিনিউজ'এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, সংবাদ মাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও মত প্রকাশের ক্ষেত্রে একটি নীতিমালা থাকার প্রয়োজন রয়েছে৷

তিনি বলেন, ‘‘যে বিষয়গুলোকে সমাজে অপরাধ হিসেবে দেখা হয় সেগুলো যদি আমরা সোশ্যাল নেটওয়ার্কে করি তাহলে সেটা অগ্রহণযোগ্য৷ এমন অনেক কথা আছে যেগুলো আমরা ঘরে বসে গল্প করার সময় বলতে পারি৷ কিন্তু সেগুলো হয়তো বাইরে জনসভায় বলা যাবেনা৷ তেমনি সোশ্যাল নেটওয়ার্কে কোনো কিছু বলা মানে সেটা প্রকাশ্যে বলা৷ আপনি কোনো জনসভায় কারও সম্পর্কে বিষোদগার করলে আপনাকে যেমন আদালতের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তেমনি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও তেমনটা করলে আপনাকে জবাবদিহি করতে হবে৷''

খালিদী বলেন, ‘‘আমি ইংরেজিতে বক্তৃতা দিয়েছিলাম৷ আমি ‘কন্ট্রোল' কথাটা বলিনি৷ আমি ‘রেগুলেশন' এর কথা বলেছিলাম৷'

এই অভিজ্ঞ সাংবাদিক বলছেন, ‘‘আমরা একটু অনুন্নত একটা দেশ৷ আমরা অনেক সময় বুঝিনা আমাদের বলার সীমানাটা কতটুকু হওয়া উচিত৷ ছোট্ট কোনো অপরিচিত ব্লগে কিছু লিখলে হয়তো কোনো সমস্যা হয়না, কিন্তু বড় বড় পত্রিকার পরিচালিত ব্লগে বেশ কিছু দায়িত্বজ্ঞানহীন কাজ করা হয়েছে৷ ফলে ক্ষতি যেটা হয়েছে, তরুণরা একটা ধারণা পেয়েছেন যে, সবকিছুই করা যায়৷''

খালিদী মনে করেন, রাজনীতিবিদরা না বুঝে, যাকে তাকে বিভিন্ন গণমাধ্যমের মালিকানা দেয়ায় এই সমস্যা হয়েছে৷ তাই এখন থেকে এসব ক্ষেত্রে নীতিমালা থাকা উচিত বলে মনে করেন তিনি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক