সাবাস বাংলাদেশ, সামনে শুধু ভারত
৬ ফেব্রুয়ারি ২০২০বিজ্ঞাপন
১২৭ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মাহমুদুল হাসান জয়৷ অসাধারণ নৈপূণ্যের স্বীকৃতি হিসেবে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও৷
প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড আট উইকেটে ২১১ রান করে৷ শরীফুল ইসলাম নেন তিন উইকেট, শামীম হোসেন আর হাসান মুরাদ নেন দুটি করে উইকেট৷ অপর উইকেটটি নেন রকিবুল হাসান৷
ব্যাটিং-এ নেমে দলীয় মাত্র ২৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ৷ তাজিদ হাসান মাত্র ৩ রান করে ফেরেন সাজঘরে৷ এরপর আরো দুই উইকেট পড়লেও হাল ধরেন জয়৷
৯ তারিখ রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত৷ প্রথম বিশ্বকাপ জয়ে আর বাকি মাত্র এক ম্যাচ৷
এ নিয়ে টানা নবম জয় পেল বাংলাদেশ। যুব ওয়ানডেতে এটাই তাদের সেরা ফল। এর আগে ২০০৫ সালে টানা আট ম্যাচ জিতেছিল তারা।
এডিকে/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)