সাধারণ বস্তু দিয়ে অসাধারণ বাদ্যযন্ত্র!
২১ আগস্ট ২০১৯কোকা নিকোলাডজে ২০১৬ সালে তাঁর প্রথম বিট মেশিন তৈরি করেন৷ সেটির মধ্যে একটি ক্র্যাংক হ্যান্ডেল রয়েছে৷ এ বিষয়ে কোকা বলেন, ‘‘এখানে অতি ক্ষুদ্র এক গিয়ার মোটর রয়েছে, যা স্নেয়ার ড্রাম নকল করে৷ এক ডিসি মোটর বাস ড্রাম নকল করে৷ অতি ক্ষুদ্র এক স্টেপার মোটর ছোট এক স্প্রিং-এর চারপাশে ঘুরে চলেছে৷ সেটিও হাই হ্যাটের নকল করছে৷''
তখন থেকে তিনি তাঁর এই উদ্ভাবনটিকে আরও উন্নত করে তুলেছেন৷ এই যন্ত্র একটি ছন্দ সৃষ্টি করে৷ তখন তিনি কম্পিউটারে সুর সৃষ্টি করেন৷ তাঁর তিন নম্বর বিট মেশিন পুরানো সোডার বোতল ও টেবিল টেনিসের বল দিয়ে তৈরি৷ অসলোর পপ সংগীত মিউজিয়ামে ২০১৭ সাল থেকে সেটি প্রদর্শিত হচ্ছে৷ কোকা নিকোলাডজে নিজের অনুভূতি সম্পর্কে বলেন, ‘‘ছোট সাউন্ডকে সত্যি বড় আকার দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত৷ ছোট্ট একটি স্প্রিং নিয়ে কনট্যাক্ট মাইক্রোফোনের উপর রাখা যায়৷ তখন আপনি সেই তার বাজাতে পারেন৷ তারপর সেই শব্দ বিশাল আকার ধারণ করে একটা স্টেডিয়ামের দর্শকদের মাতিয়ে তুলতে পারে৷ তখন দারুণ লাগে৷''
এখন সংগ্রহকারীদের কাছ থেকে আরও ঘন ঘন বায়না আসছে৷ বর্তমানে বিট মেশিনের জন্য ৩টি বরাত এসেছে৷ কোকা বলেন, ‘‘শেষ পর্যন্ত আমি এই কাজই করতে চাই৷ আমি অদ্ভুত বাদ্যযন্ত্র তৈরি করে সেগুলি বাজাতে চাই৷ এটাই দুনিয়ার সেরা কাজ৷''
তিনি ‘বিট মেশিনস' অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা করছেন৷ বড় মঞ্চেও তিনি এই বাজনা বাজিয়েছেন৷ সেপ্টেম্বর মাসে বন শহরে বেটোফেন উৎসবেও তিনি সংগীত পরিবেশন করছেন৷
ফিলিপ ক্রেচমার/এসবি