সাইবার অপরাধ ঠেকাতে একাট্টা হওয়ার আহ্বান মাইক্রোসফটের
২৮ জুলাই ২০০৯মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টার এর পরিচালক মাইক রিভে বলেছেন, তাদের আক্রমণ জটিলতর হয়ে উঠছে৷ আমরা যদি তাদের চেয়ে এগিয়ে থাকতে চাই তাহলে সবাইকে একযোগে কাজ করতেই হবে৷
তিনি বলেন, একটি বিষয় পরিষ্কার হয়ে উঠেছে যে, গ্রাহকরা চান সবাই বিষয়টি নিয়ে একযোগে কাজ করুক৷ তারা চায় তথ্য৷ এবং দ্রুত প্রতিরক্ষা৷
এ সপ্তাহে লাস ভেগাসে অনুষ্ঠিত ব্ল্যাক হ্যাট নিরাপত্তা সম্মেলনকে মাইক্রোসফট এই উদ্দেশ্য সামনে রেখে ব্যবহার করছে৷ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি সেখানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিক রূপ প্রদর্শনের সুযোগ নিয়েছে৷ অন্যদের সঙ্গে কাজের ক্ষেত্রও উন্মোচিত করেছে তারা৷
হ্যাকারদের হুমকির প্রতিরূপ সৃষ্টি ও প্রতিরক্ষা সুবিন্যস্ত করার কাজে সফটওয়্যার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর কাজ আরো সহজতর করতে একটি নতুন পথের সন্ধান দিয়েছে মাইক্রোসফট৷
সফটওয়্যারের নিরাপত্তা হালনাগাদ করার জটিল কাজটি সহজ করতে ওয়াশিংটন ভিত্তিক প্রযু্ক্তি প্রতিষ্ঠান রেডমন্ড একটি পুস্তিকা প্রকাশ করেছে৷
মাইক রিভে বার্তা সংস্থা এএফপিকে বলেন, তথ্যের সাগরে গ্রাহকদের পথনির্দেশ দেওয়ার চেষ্টা করছি আমরা৷
টিপিংপয়েন্ট এর নিরাপত্তা গবেষক জ্যাসন এভোরি এক বিবৃতিতে বলেন, একসঙ্গে কাজ করলে প্রতিষ্ঠানের পাশাপাশি গ্রাহকরাও লাভবান হয়৷ তাঁর মতে সবাই এতে জয়লাভ করে৷
অন্যের সঙ্গে তথ্য ভাগাভাগি করে মাইক্রাসফট নিজেদের কিছু দুর্বলতাও চিহ্নিত করেছে৷ রিভে বলেন, আমরা দেখছি তারা আমাদের সঙ্গে ভালোভাবে কাজ করছে৷ একসঙ্গে ভালোই কাজ হচ্ছে৷
এবছরের শুরুর দিক কনফ্লিকার নামের যে ভাইরাসটি ইন্টারনেটকে ক্ষতিগ্রস্ত করেছিল তা মোকাবিলা করার সময় সবার একযোগে কাজ করাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
সোমবার মাইক্রোসফটের এক বিবৃতিতে বলা হয়, এ শিল্পে সংশ্লিষ্টদের মধ্যে প্রযুক্তি উদ্ভাবনসহ সব ক্ষেত্রেই ব্যাপকতর সহযোগিতা সত্যিকারেরর নিরাপদ ও বিশ্বস্ত ইন্টারনেট গড়ে তোলার কাজে সহায়তা করবে৷
প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন
সম্পাদনা: আবদুস সাত্তার