1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংসদদের ‘আসল চেহারা’

১৫ অক্টোবর ২০১২

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে, সংসদ সদস্যরা তাদের মূল কাজের বাইরে অপরাধমূলক কর্মকাণ্ডে বেশি জড়িত৷ এজন্য তাদের জনপ্রিয়তা এখন অর্ধেকের নীচে৷ বৈষয়িক লাভের জন্য তারা উন্নয়নমূলক কাজে সরাসরি জড়িয়ে পড়ছেন৷

https://p.dw.com/p/16PvA
***Das Logo darf nur in Zusammenhang mit einer Berichterstattung über die Institution verwendet werden *** Transparency International, kurz TI, ist eine weltweit agierende nichtstaatliche Organisation mit Sitz in Berlin, die sich in der nationalen und internationalen volks- und betriebswirtschaftlichen Korruptionsbekämpfung engagiert. Quelle;: Wikipedia

টিআইবি সরকারি এবং বিরোধী দল মিলিয়ে মোট ১৪৯ জন সংসদ সদস্যের ওপর তাদের গবেষণা চালায়৷ তাতে দেখা যায় ৫৩.৫ ভাগ সংসদ সদস্য বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত৷ আর ফৌজদারী মামলা রয়েছে ২৪.১ ভাগ সংসদ সদস্যের বিরুদ্ধে৷ টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে জানান, সরকারী বা বিরোধী সব দলের সংসদ সদস্যদের ব্যাপারেই স্থানীয় পর্যায়ে সমান অভিযোগ পাওয়া গেছে৷ তারা স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কাজসহ সব ধরণের কাজে প্রভাব বিস্তার করতে যেয়ে অপরাধে জড়িয়ে পড়ছেন৷

তিনি জানান, স্থানীয় পর্যায়ের উন্নয়নের জন্য পরিকল্পনা এবং বরাদ্দে সংসদ সদস্যদের ভূমিকা থাকবে এটাই স্বাভাবিক৷ তবে বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের, এটি সংসদ সদস্যদের বুঝতে হবে৷ এজন্য সুনির্দিষ্ট বিধিমালাও প্রণয়ন করতে হবে৷

ড. ইফতেখার বলেন, তারা দেখতে পেয়েছেন চলতি সংসদের ৮০ ভাগ অধিবেশন বর্জন করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা৷ এতে সংসদ তার কার্যকারিতা হারায়৷ তাই সংসদকে কার্যকর করতে তারা আইন প্রণয়নের দাবী করেছেন৷ যেন দলীয়ভাবে ৩০ দিন এবং ব্যক্তিগতভাবে ৭ দিনের বেশি সংসদে অনুপস্থিত থাকা না যায়৷

টিআইবি'র গবেষণায় দেখা গেছে সংসদ সদস্যদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা অর্ধেকের নীচে নেমে গেছে৷ তবে সাধারণ মানুষের সঙ্গে যোগোযোগ রাখার ক্ষেত্রে বিরোধী দলীয় সংসদ সদস্যরা এগিয়ে আছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য