1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিক হত্যার সন্দেহভাজন জার্মানিতে গ্রেপ্তার

১০ অক্টোবর ২০১৮

বুলগেরিয়ার সাংবাদিক ভিক্টোরিয়া মারিনোভা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে জার্মান কর্তৃপক্ষ৷ দ্রুত এ ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নেতারা৷

https://p.dw.com/p/36HKu
Sofia, Bulgarien, Mahnwachen nach dem Mord an der 30-jährigen Journalistin aus Russe Viktoria Marinova
ছবি: BGNES

বুলগেরিয়ার সাংবাদিক ভিক্টোরিয়া মারিনোভা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে জার্মান কর্তৃপক্ষ৷ দ্রুত এ ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নেতারা৷

বুলগেরিয়ার চিফ প্রসিকিউটর বুধবার জানিয়েছেন, এ হত্যাকাণ্ডে সেভেরিন কে নামের একজনের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার দেশ৷ রুশ বংশোদ্ভূত ওই ব্যক্তিকে এরইমধ্যে হেফাজতে নিয়েছে জার্মানির পুলিশ৷

সেভেরিনকে গ্রেপ্তারের খবর মঙ্গলবার রাতে প্রথম দিয়েছে বুলগেরিয়ার একটি সংবাদপত্র৷ তবে এ বিষয়ে জার্মান কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি৷

সেভেরিন বুলগেরিয়ার নাগরিক, তার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ রোববার তিনি জার্মানির উদ্দেশে বুলগেরিয়া ছাড়েন৷ জার্মানিতে তার মা থাকেন বলে ধারণা করা হচ্ছে৷

মারিনোভা যেখানে কাজ করতেন, বুলগেরিয়ার সেই টেলিভিশন স্টেশন টিভিএন বলছে, সন্দেহভাজন ওই ব্যক্তি এবং মারিনোভা একে অপরকে চিনতেন না৷

তবে বুলগেরিয়ার আরেক সম্প্রচারমাধ্যম বিটিভি বলছে, বুলগেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর রুসেতে সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টে নিহত সাংবাদিকের মোবাইল ফোন পেয়েছে পুলিশ৷

সাংবাদিকতার জন্য হত্যা?

শনিবার রুসের একটি পার্কে মারিনোভার মৃতদেহ পাওয়া যায়৷ তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে৷

সাংবাদিকতার জন্য তাঁকে হত্যা করা হয়েছে কি না সে বিষয়টি স্পষ্ট নয়৷বুলগেরীয় কর্তৃপক্ষের ইউরোপীয় ইউনিয়নের তহবিলের অপব্যবহার নিয়ে প্রতিবেদনের জন্য আলোচনায় এসেছিলেন মারিনোভা৷ ৩০ বছর বয়সি এই সাংবাদিক সম্প্রতি তাঁর টেলিভিশনে অনুসন্ধানী সাংবাদিকদের নিয়ে একটি শো করেন৷

এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মঙ্গলবার এক রোমানিয়ান নাগরিককে গ্রেপ্তার করে রুসের পুলিশ৷ পরে জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা না পেয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷

ইউরোপে সংবাদপত্রের স্বাধীনতার আহ্বান

ভিক্টোরিয়া মারিনোভার এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে৷ দ্রুত তদন্তের মাধ্যমে হত্যা-রহস্য উন্মোচনের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নেতারা৷

অনুসন্ধানী প্রতিবেদনের জন্য মারিনোভাকে হত্যা করা হতে পারে বলে যে সন্দেহ করা হচ্ছে তাকে ততটা গুরুত্ব দিচ্ছে না বুলগেরিয়া কর্তৃপক্ষ৷ তবে বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে দেশটির অবস্থান ১১১তম, যা ইউরোপীয় ইউনিয়ন, এমনকি বলকান অঞ্চলের মধ্যেও সবচেয়ে খারাপ৷

তার এই হত্যাকাণ্ড ইউরোপে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন তুলেছে৷ গত বছর স্লোভাকিয়া ও মালটায় দু'জন সাংবাদিক খুন হন৷ রাষ্ট্রীয় দুর্নীতি নিয়ে অনুসন্ধান করছিলেন তাঁরা৷

ডেভিড মার্টিন/এএইচ   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য