সহিংসতা বন্ধ করতে ইভিএম সবচেয়ে কার্যকর: ড. এটিএম শামসুল হুদা
২০ জুন ২০১১গত ১৩ই জুন বিএনপি'র সঙ্গে সংলাপের দিন ঠিক করেছিল নির্বাচন কমিশন৷ কিন্তু হরতালের কারণে বিএনপি সেদিন সংলাপে না যাওয়ায়, নির্বাচন কমিশনার ছহুল হোসেন ১৯ থেকে ২২ জুনের মধ্যে যে কোনো দিন তাদের সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানান৷ কিন্তু এর পর খালেদা জিয়া নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপি'র সংলাপের বিষয়টি নাকোচ করে দেন৷
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কোন দিকে যাবে - সাংবাদিকরা তা জানতে চাইলে, আজ প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শাসুল হুদা বলেন, কেউ সংলাপে না এলে নির্বাচন কমিশন তো বসে থাকতে পারেনা৷ তাই কামিশন তার সংলাপ চালিয়ে যাবে৷ আর বিএনপি বা অন্য কোনো দল না চাইলেও, কমিশন ইভিএম পদ্ধতির পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রাখবে৷
অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম পর্যায় মোটামুটি শান্তিপূর্ণ হলেও, দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের সহিংসতা ভাবিয়ে তুলেছে কমিশনকে৷ দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে সহিংসতায় এ পর্যন্ত ৫০ জন নিহত এবং পাঁচ হাজারেরও বেশি আহত হওয়ার খবর রয়েছে৷ প্রধান নির্বাচন কমিশনার মনে করেন, ইভিএম পদ্ধতি এই সহিংসতা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে৷
ওদিকে ঢাকায় আজ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে কমনওয়েলথ ইলেকশন ম্যানেজমেন্ট বোর্ডের দু'দিন ব্যাপী বৈঠক শুরু হয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ