সম্রাটকে ‘কারাগারেই ফিরতে হবে'
১০ আগস্ট ২০২২বুধবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সম্রাটের আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যদের আপিল বেঞ্চ তা খারিজ করে দেয়৷ এ বেঞ্চের অপর দুই সদস্য বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ৷ আদালতে সম্রাটের পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানি করেন৷ আইনজীবী মো. খুরশীদ আলম খান ছিলেন দুর্নীতি দমন কমিশনের পক্ষে৷
নিম্ন আদালতের জামিনে মুক্তি পাওয়া সম্রাট এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছেন ৷ দুদকের আইনজীবীর ভাষ্য অনুযায়ী আপিল বিভাগের আদেশের পর সম্রাটকে এখন ‘কারাগারেই যেতে হবে'৷
দুদকের আবেদনে গত ১৮ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ সম্রাটের জামিন বাতিল করে দেয়৷ সেদিনই সম্রাটকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় ৷
ওই আদেশের বিরুদ্ধে সম্রাট আপিল বিভাগে আবেদেন করলে গত ৮ আগস্ট শুনানি হয় ৷ বুধবার সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্ত, তাতে হাই কোর্টের আদেশই বহাল থাকল ৷
চলতি বছরের ১০ এপ্রিল থেকে ১১ মের মধ্যে অস্ত্র, অর্থ পাচার, মাদক ও অবৈধ সম্পদ অর্জনের চার মামলায় জামিন পান ক্যাসিনোকাণ্ডে আলোচিত বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট ৷ ৩১ মাস পর তিনি মুক্তি পান ৷
প্রায় দেড় বছর কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন ছিলেন সম্রাট ৷ ১১ মে বিকালে জামিনের কাগজপত্র হাসপাতালে পৌঁছালে সেখানেই তার মুক্তির আনুষ্ঠানিকতা সারা হয় ৷ মুক্তির পরও অসুস্থতার কারণ দেখিয়ে তাকে হাসপাতালের 'ডি' ব্লকের সিসিইউতে ভর্তি রাখা হয় ৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)