সম্পত্তিতে সমানাধিকারের দাবিতে বাংলাদেশের নারী সাংসদরা
১০ মার্চ ২০১১নারী উন্নয়ন নীতিমালা মন্ত্রী পরিষদ অনুমোদন করছে৷ এই নীতি অনুযায়ী নারীদের উত্তরাধিকারের ক্ষেত্রে সম্পত্তিতে সমান অধিকার থাকবে৷ তারাও পুরুষের মত পিতা-মাতার সম্পত্তির সমান অংশ পাবেন৷ সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী এবং সময়োচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি৷
তবে বিএনপি দলীয় সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেছেন, এতে ভারসাম্য নষ্ট হবে৷ মুসলিম পারিবারিক আইনে যেভাবে সম্পদের উত্তরাধিকারের বিধান রাখা হয়েছে তাই উত্তম৷ তিনি শুধু সম্পত্তিতে নয়, সংসদেও নারীদের জন্য ৫০ ভাগ আসন দাবি করেন৷
আওয়ামী লীগের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকিও এই দাবির সঙ্গে একমত৷ তবে তিনি বলেন ইসলামের কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছেন৷ অনেক মুসলিম দেশেই নারীরা সম্পত্তিতে সমান অধিকার ভোগ করেন৷
এদিকে নারী পুরুষের সমান অধিকার আইনের প্রতিবাদে ইসলামি আইন বাস্তবায়ন কমিটির প্রধান মুফতি ফজলুল হক আমীনী ৪ঠা এপ্রিল হরতাল ডেকেছেন৷ স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন দেশের মানুষ এই হরতাল প্রতিহত করবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন