1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী থেকে বাজেট

২২ জানুয়ারি ২০১৩

বারাক ওবামা সোমবার আবারো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন৷ এবার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে লক্ষ লক্ষ মানুষের সামনে৷ তার একদিন আগে তিনি ঘরোয়াভাবে হোয়াইট হাউসে নিজের শেষ মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন৷

https://p.dw.com/p/17OvV
U.S. President Barack Obama (L) is sworn in by Supreme Court Justice John Roberts, as first lady Michelle Obama looks on during inauguration ceremonies in Washington, January 21, 2013
ছবি: Reuters

জনসমক্ষে মার্কিন প্রেসিডেন্টকে শপথ পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্টস৷ দুটি বাইবেলের উপর হাত রেখে শপথ নেন বারাক ওবামা৷ এই দুটি বাইবেলের আবার ইতিহাস আছে৷ এগুলোর একটির উপর হাত রেখে শপথ নিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন৷ অপরটি নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তী ড. মার্টিন ল্যুথার কিং জুনিয়রের৷ সোমবার ছিল তাঁর স্মরণ দিবস, যুক্তরাষ্ট্রে ছুটির দিন৷

epa03096109 Community supporters of gay rights hold signs that read 'I Do Support the Freedom to Marry' gather at Los Angeles City Hall after US Court of Appeals upholds Federal District Court ruling that Proposition 8 which prohibited gay and lesbian couples from marrying is unconstitutional in Los Angeles, California, USA, 08 February 2012. EPA/MICHAEL NELSON
সমকামীদের অধিকার এবং সমলিঙ্গের মধ্যে বিবাহের পক্ষে মত দিয়েছেন বারাক ওবামাছবি: picture-alliance/dpa

শপথ গ্রহণ অনুষ্ঠানে মার্কিন প্রেসেডেন্ট তাঁর ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন৷ এসময় তিনি রাষ্ট্রীয় বাজেট ঘাটতি কমাতে কঠিন উদ্যোগ গ্রহণের কথা বলেন, যা নিয়ে ইতিমধ্যেই বিভক্ত রয়েছে কংগ্রেস৷ ওবামা বলেন, ‘আমাদের স্বাস্থ্যখাতের খরচ এবং বাজেট ঘাটতি কমাতে কঠোর সিদ্ধান্ত নিতে হবে৷'

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির দিকে রূপান্তরের ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে৷ এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের উপর নির্ভরশীল হয়ে থাকতে পারে না, কেননা এই খাতে নতুন চাকরি এবং শিল্প তৈরির সম্ভাবনা রয়েছে৷

৫১ বছর বয়সি এই মার্কিন প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে সমকামীদের অধিকার এবং সমলিঙ্গের মধ্যে বিবাহের পক্ষে মত দিয়েছেন৷ ওবামা বলেন, ‘সমকামী ভাই এবং বোনদের অধিকার আইনের মাধ্যমে নিশ্চিত না করা পর্যন্ত আমাদের যাত্রা শেষ হবে না৷' সমাজে অন্যান্যদের মতোই সমকামীদের অধিকার নিশ্চিত করতে চান এই কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট৷ প্রসঙ্গত, এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে সমকামীদের ইস্যুটি তুলে ধরলেন৷

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই প্রথা অনুযায়ী মার্কিন প্রশাসনের শীর্ষ পদগুলোর জন্য মনোনীত ব্যক্তিদের তালিকা সিনেটে পাঠাতে প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করেন ওবামা৷

মার্কিন প্রেসিডেন্ট সিআইএ'র পরিচালকের পদে জন ব্রেনেন, প্রতিরক্ষামন্ত্রীর পদে সাবেক সিনেটর চাক হেগেল, পররাষ্ট্রমন্ত্রীর পদে সাবেক সিনেটর জন ক্যারি এবং কোষাগারমন্ত্রীর পদে জ্যাক লিউ-এর নাম ঘোষণা করেন৷

U.S. first lady Michelle Obama, wearing a Jason Wu dress, kisses U.S. President Barack Obama as they dance at the Commander in Chief's ball in Washington, January 21, 2013. REUTERS/Brian Snyder (UNITED STATES - Tags: POLITICS ENTERTAINMENT TPX IMAGES OF THE DAY)
শপথ গ্রহণের পর সন্ধ্যায় এক অনুষ্ঠানে সস্ত্রীক প্রেসিডেন্ট ওবামাছবি: Reuters

প্রসঙ্গত, ২০০৯ সালে ওবামার প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় বিশ লাখ মানুষ৷ গতকাল অবশ্য এত মানুষের সমাগম হয়নি৷ তবুও ভিড়টা নেহাত ছোট ছিল না৷ অন্যান্যদের মধ্যে ডেমোক্রেটদের সাবেক দুই জীবিত প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং জিমি কার্টার হাজির ছিলেন অনুষ্ঠানে৷ এছাড়া সংগীত তারকা ক্যালি ক্লার্কসন, জেমস টেইলর এবং বিয়ন্সে অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন৷

এদিকে, দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণ করায় বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক৷ তাঁকে জার্মানি সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷

এআই/ডিজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য