1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী অধিকারের দাবি

১৪ ডিসেম্বর ২০১৩

গুরুত্বপূর্ণ খেলাগুলোতে যাতে সমকামী ক্রীড়াবিদদের আলাদা চোখে দেখা না হয় সেই দাবি জানিয়েছেন টেনিস তারকা মার্টিন নাভ্রাতিলোভা ও বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় জেসন কলিন্স৷

https://p.dw.com/p/1AZXa
Brasilien Rio de Janeiro Massenhochzeit
ছবি: Getty Images

এই দুই অ্যাথলেটই সমকামী, যাদের আমন্ত্রণ জানানো হয়েছিল মানবাধিকার দিবস উপলক্ষ্যে জাতিসংঘে বক্তব্য রাখতে৷ তাদের এ বক্তব্য ছিল রাশিয়ার শীতকালীন অলিম্পিককে উদ্দেশ্য করে৷ কেননা রাশিয়ায় সমকামিতা প্রচারে নিষেধাজ্ঞা জারি করে আইন পাস করা হয়েছে৷

নাভ্রাতিলোভা বলেন, কোনো ধরনের ইভেন্ট বর্জনের পক্ষে নন তিনি৷ কিন্তু ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি এটাকে কেন সমর্থন করলো সেটা জানতে চান তিনি৷ সেইসাথে ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠান করার সমালোচনা করেন এই টেনিস তারকা৷

তিনি জানান, সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় ৬টি রাষ্ট্র সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখে এবং এরজন্য তারা মৃত্যুদণ্ডের বিধান রেখেছে৷ তাই কেউ সমকামী হলে কাতারে কারাভোগ করতে পারে৷ কেউ কাতারের বিশ্বকাপ নিয়ে কথা বলছে না, যেটি তাঁকে বিস্মিত করেছে৷

দুই তারকাই জানান, সময়ের সাথে সাথে বিভিন্ন দেশে কিভাবে সমকামিতা বৈধতা পেয়েছে৷ কলিন্স বলেন, ক্রীড়াঙ্গনে তারা গ্রহণযোগ্যতা পাচ্ছেন, যা কয়েক বছর আগে কল্পনা করা যেত না৷ উত্তর আমেরিকার বেশিরভাগ স্পোর্টস লিগ এখন সমকামী অ্যাথলেটদের সমর্থন করে৷ কলিন্স জানান, এনবিএ খুবই ভালো কাজ করছে, বিশেষ করে ক্রীড়াঙ্গনে সংস্কৃতির পরিবর্তন ঘটিয়েছে তারা, যা আশাব্যঞ্জক৷

রেকর্ড করা এক বার্তায় নাভ্রাতিলোভা ও কলিন্সের উদ্দেশে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, সমকামী অধিকারের দাবিতে তাদের এই সরাসরি বক্তব্য প্রশংসার দাবি রাখে৷ জাতিসংঘের মার্কিন দূত সামান্থা পাওয়ার জানিয়েছেন, এখনো বিশ্বের ৭৮টি দেশে সমকামীকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়৷

এপিবি/জেডএইচ (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য