1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সব দলের মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠন করা হবে: রাষ্ট্রপতি

২ জানুয়ারি ২০১২

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ৪ দলের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি - বিজেপি নির্বাচন কমিশন গঠন নিয়ে কোন আলোচনাই করেনি৷ তারা চান তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আরেকটি সংলাপ৷

https://p.dw.com/p/13ctc
রাষ্ট্রপতি জিল্লুর রহমান (বামে)ছবি: picture-alliance/dpa

রাষ্ট্রপতি বলেছেন, সব দলের মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠন করা হবে৷

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিজেপির নেতৃত্ব দেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি৷ তারা নির্বাচন কমিশন গঠন নিয়ে কোন মতামত দেয়নি৷ কারন তারা মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুর আগে সামাধান হওয়া প্রয়োজন৷ তার আগে নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করে কোন লাভ নেই৷ আন্দালিব রহমান পার্থ জানান, তারা রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আরেকটি সংলাপের অনুরোধ জানিয়েছেন৷ তিনি মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ফিরে না এলে নির্বাচন নিয়ে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হবে৷

ইসলামি আন্দোলন বাংলাদেশের পক্ষে মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ সংলাপে নেতৃত্ব দেন৷ তারাও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অবস্থান নেন৷ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ জানান, তারা মনে করেন আগামী ২টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া প্রয়োজন৷ তিনি নির্বাচন কমিশনার নিয়োগে নীতিমালার কথা বলেছেন৷

রাষ্ট্রপতি জিল্লুর রহমান আজকের সংলাপ শেষে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশন গঠনে সুচিন্তিত এবং লিখিত পরামর্শ দেয়ার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেছেন, সব দলের মতামতের ভিত্তিতেই নির্কাচন কমিশন গঠন করা হবে৷

রাষ্ট্রপতি এপর্যন্ত মোট ১০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করলেন৷ বুধবার সংলাপ হবে কৃষক শ্রমিক জনতা লীগ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ-এর খালেকুজ্জামানের সঙ্গে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য