বাংলাদেশে নির্বাচন
৭ অক্টোবর ২০১৩বিতর্কটি আরো জোরেসোরে দানা বাধার কারণ হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যরা স্বপদে বহাল থেকেই নির্বাচন করবেন৷ ২৪শে অক্টোবর সংসদের অধিবেশন শেষ হলেও নির্বাচন পর্যন্ত সংসদ বহাল থাকবে, যদিও অধিবেশন বসবেনা৷ আর বিরোধী দল এর বিরোধিতা করছে৷ তাদের কথা, সংসদ ভেঙে দিয়েই নির্বাচন করতে হবে৷ আর তা না হলে সংসদ সদস্যরা নির্বাচনে প্রভাব বিস্তার করবেন৷ সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবেনা৷
এই অবস্থায় নির্বাচন কমিশনার আবু হাফিজ রবিবার বলেছেন, সংসদ সদস্য কোনো লাভজনক পদ নয়৷ তাই সংসদের মেয়াদের মধ্যে নির্বাচন হলে তাঁদের পদত্যাগ করতে হবে না৷ তাঁরা পদে থেকেই নির্বাচন করতে পারবেন৷
তবে এর আগে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ এবং আব্দুল মোবাররক সংসদ সদস্য পদ লাভজনক বলে মতামত দিয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নেয়ার কথা বলেছিলেন৷ কিন্তু আবু হাফিজ মনে করেন, সুপ্রিম কোর্টের মতামত নেয়ার প্রয়োজন নেই৷ কারণ এ ব্যাপারে হাইকোর্টের একটি আদেশ আছে৷ তিনি জানান, আর তাতে সংসদ সদস্যপদ লাভজনক নয় বলে উল্লেখ করা হয়েছে৷
তবে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ বা জানিপপ-এর প্রধান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, তাঁদের বিবেচনায় সংসদ সদস্য একটি লাভজনক পদ৷ তিনি জানান, এই লাভের বিষয়টি অন্তত দু'দিক থেকে ব্যাখ্যা করা যায়৷ প্রথমত, সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নানা ধরনের সুবিধা পান৷ তাঁরা রাষ্ট্র এবং সমাজে সুবিধাভোগী শ্রেণি৷ দ্বিতীয়ত, তাঁরা বেশ ভাল পরিমাণ ভাতা এবং আর্থিক সুবিধা পান৷ তাই তাঁরা যদি পদে বহাল থেকে নির্বাচনে অংশ নেন, তাহলে তাঁরা নানাভাবে প্রভাব বিস্তারে সক্ষম হবেন৷ ফলে নির্বাচনের সময় সবার জন্য সমান সুযোগ নীতি কার্যকর করা সম্ভব হবেনা৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান ডয়চে ভেলেকে বলেন, সংসদ সদস্য পদ লাভজনক কিনা, তা সংবিধানে বলা নেই৷ তাই এটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে৷ আর সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হলে এই বিতর্কের প্রয়োজনও দেখা দিতো না৷ তাঁর কথা, আপাতদৃষ্টিতে সংসদ সদস্য পদ লাভজনক মনে হলেও বিতর্কের অবসান ঘটাতে সুপ্রিম কোর্টের মতামত নেয়া যেতে পারে৷