‘হাল ছাড়েনি যুক্তরাষ্ট্র’
৭ ফেব্রুয়ারি ২০১৪জিএসপি সুবিধা ফিরে পেতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র কতগুলো শর্ত আরোপ করেছে বাংলাদেশকে৷ আগামী মার্চ অথবা এপ্রিল মাসে টিকফা সংলাপ হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে৷ গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ টিকফা চুক্তি সই করে৷ এই চুক্তির অধীনে দ্বিপাক্ষিক বিনিয়োগ এবং বাণিজ্য নিয়ে সংলাপ হয়৷ তাই এবার বাংলাদেশের প্রধান ইস্যু জিএসপি সুবিধা ফিরে পাওয়া৷
আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলেকে বলেন, টিকফা আলোচনায় সরাসরি না হলেও কৌশলে বাংলাদেশের নির্বাচন এবং সংলাপের প্রসঙ্গ আসবে৷ তিনি বলেন, জানুয়ারি মাসে টিকফা আলোচনার কথা থাকলেও তা পিছিয়েছে৷ কারণ যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে৷ তাঁর কথায়, চলতি মাস থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচন তাঁরা দেখতে চান৷
ড. আহমেদ বলেন, উপজেলা নির্বাচন দলীয় ভিত্তিতে না হলেও এবার সব দল এই নির্বাচনে অংশ নিচ্ছে৷ তার ফলে একতরফা সংসদ নির্বাচনের পর এই সর্বদলীয় নির্বাচনের আলাদা গুরুত্ব আছে৷ যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ দেখতে চায় যে, এই সর্বদলীয় নির্বাচনে নির্বাচন কমিশন প্রভাবমুক্ত থেকে কতটা নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারে৷ সব দল সমান সুযোগ-সুবিধা পায় কিনা৷ আর বিএনপি এই নির্বাচনে কতগুলো উপজেলা পরিষদে জয়ী হয়, তাও দেখার রয়েছে৷
অধ্যাপক ইমতিয়াজ বলেন, ইতিমধ্যেই আন্দোলনের নামে সহিংসতা কমে এসেছে৷ অন্যদিকে সরকার গঠনের ব্যাপারে আওয়ামী লীগ মন্ত্রিসভা থেকে বিতর্কিতদের বাদ দিয়েছে৷ কয়েকজনের দুর্নীতির ব্যাপারে তদন্তও শুরু করেছে তারা৷ এ দু'টি বিষয়ই গুরুত্বপূর্ণ৷ কারণ যে যার অবস্থান পরিষ্কার করতে চাইছে, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপেরই চাওয়া৷ তিনি বলেন, জামায়াতের সঙ্গে বিএনপি এক ধরণের দূরত্ব বজায় রাখছে৷ অপরদিকে জামায়াতও সহিংসতা কমিয়েছে৷
তিনি বলেন, সরকারকে কিছুটা সময় দিয়ে তারপর আবারো সংলাপ এবং সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনের ব্যাপারে সক্রিয় হবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা৷ এছাড়া সকারের মন্ত্রীরা যে পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলছেন, এটা কৌশল৷ এর কারণ, সরকার যদি এখনই মধ্যবর্তী নির্বাচনের কথা বলে তাহলে প্রশাসন শিথিল হয়ে পড়বে৷ সরকার নিশ্চয়ই তার দুর্বলতা প্রকাশ করতে চাইবে না৷ তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতকেও তাদের উপেক্ষা করার সুযোগ শেষ পর্যন্ত থাকবে না বলে মনে করেন ড. ইমতিয়াজ৷