সংঘর্ষ-বিরতির আলোচনার মধ্য়েই মধ্য় গাজায় আক্রমণ
দোহায় দীর্ঘস্থায়ী সংঘর্ষ-বিরতির আলোচনা শুরু হয়েছে। তারই মধ্য়েই গাজায় নতুন করে আক্রমণে ইসরায়েল।
মধ্য গাজায় আক্রমণ
ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, মধ্য় গাজায় কয়েকটি নির্দিষ্ট টার্গেটে আঘাত হানা হয়েছে। বিমান থেকে আক্রমণের পাশাপাশি স্থলবাহিনীও অভিযান শুরু করেছে।
দোহায় আলোচনা
গত সপ্তাহের শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, নতুন একটি দীর্ঘমেয়াদি সংঘর্ষ-বিরতির প্রস্তাব দেয়া হয়েছে। ওই প্রস্তাব নিয়ে দোহায় অ্যামেরিকা, কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা ইসরায়েল এবং হামাসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে।
সংঘর্ষ-বিরতির প্রস্তাব
নতুন সংঘর্ষ-বিরতির প্রস্তাবে তিনটি ধাপ আছে। দীর্ঘস্থায়ী সংঘর্ষ-বিরতির কথা বলা হয়েছে সেখানে। প্রস্তাব হলো, ইসরায়েল গাজা থেকে সেনা সরিয়ে নেবে, বদলে হামাসকে সমস্ত বন্দিকে ছেড়ে দিতে হবে। পরবর্তী ধাপে রাজনৈতিক আলোচনার পরিসর তৈরি করা হবে।
হামাসের অভিযোগ
সংঘর্ষ-বিরতির আলোচনা চলাকালীন ইসরায়েলের এই আক্রমণের সমালোচনা করেছে হামাস। মধ্যস্থতাকারী দেশগুলিও এই আক্রমণ ভালো চোখে দেখছে না।
লেবানন সীমান্তে উত্তেজনা
ইসরায়েলের অভিযোগ, উত্তর ইসরায়েলে লেবানন একটি ড্রোন হামলা চালিয়েছে। বিস্ফোরক ভরা ওই ড্রোনটি একটি গ্রামে বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েছে।
অভিযোগ হেজবোল্লার বিরুদ্ধে
হেজবোল্লা এই আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ ইসরায়েলের। গাজায় অভিযান শুরু হওয়ার পর একাধিকবার হেজবোল্লা লেবানন সীমান্ত থেকে ইসরায়েলে আক্রমণ চালিয়েছে। ইসরায়েলও পাল্টা আক্রমণ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো উপায়ে লেবানন সীমান্ত সুরক্ষিত করা হবে।
ইউএন-এর সতর্কবার্তা
জাতিসংঘ জানিয়েছে, দ্রুত সংঘর্ষ-বিরতির প্রস্তাব গৃহীত না হলে ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হবে গাজায়। জুলাই মাস থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হবে। অন্তত ১০ লাখ মানুষ খাদ্য়াভাবের সম্মুখিন হবেন। রিপোর্টে বলা হয়েছs, মার্চ মাসে গাজায় ছয় লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষ পরিস্থিতির শিকার হয়েছিলেন।