1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলঙ্কার চার্চ ও হোটেলে সিরিজ বোমা হামলা: শতাধিক নিহত

২১ এপ্রিল ২০১৯

রাজধানী কলম্বো ও তার বাইরে ইস্টার সানডে'র সকালে কয়েকটি চার্চ ও হোটেলে বোমা হামলা হয়েছে৷ কমপক্ষে ১৫৬ জন নিহত হবার খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি, যার মধ্যে অন্তত ৩৫ জন বিদেশি৷

https://p.dw.com/p/3HAb4
Sri Lanka Colombo Militär nach Explosion vor St. Anthony's Kirche
ছবি: Reuters/D. Kiyanawatte

পুলিশ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এসব হোটোলে বিদেশি অতিথিরা আসা যাওয়া করেন৷ নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটিশ ও ডাচ নাগরিক রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ বোমা বিস্ফোরণে আরো অসংখ্য আহত হয়েছেন৷

হামলার শিকার চার্চগুলো হলো, উত্তর কলম্বোর সেইন্ট অ্যান্থনি'স শ্রাইন, নেগোম্বো শহরের পাশে সেইন্ট সেবাস্টিয়ান চার্চ ও পূর্বে বাতিকালোয়া শহরের জিয়ন চার্চ৷ জিয়ন চার্চের বাইরে কমপক্ষে ৩শ' জন আহতকে চিকিৎসা নেবার কথা জানিয়েছে এএফপি৷

এছাড়া তিনটি ফাইভ স্টার হোটেলে হামলা করা হয়৷ এগুলো হলো সিনামন গ্রান্ড, কিংসবুরি ও দ্য সাংরিলা৷ তিনটিই কলম্বোর কেন্দ্রে অবস্থিত৷