1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলঙ্কাকে উড়িয়ে ভারতের এশিয়া কাপ জয়

১৭ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বিশাল ব্যাবধানে হারালো ভারত৷ মাত্র ৫১ রানের লক্ষ্য ছয় দশমিক এক ওভারে জিতে নিলো রোহিত শর্মারা৷

https://p.dw.com/p/4WRZv
শিরোপা হাতে ভারতের খেলোয়াড়েরা
সপ্তমবারের মতো এশিয়া কাপ শিরোপা জয় করলো ভারতছবি: Farooq Naeem/AFP

সকালে টসে জিতেন দাসুন শানাকা৷ বেছে নেন ব্যাটিং৷ কিন্তু সেটি শ্রীলঙ্কার জন্য এতটা ভয়াবহ বিপর্যয় বয়ে আনবে তা হয়ত ভারতের সমর্থকরাও প্রত্যাশা করেননি৷

তৃতীয় বলে পেরেরার উইকেট তুলে নেন বুমরা৷ তারপর শুরু৷ চতূর্থ ওভার করতে এসে মোহাম্মদ সিরাজ এক ওভারে তুলে নেন চার চারটি উইকেট৷ ১২ রানে ছয় উইকেট হারিয়ে দিশেহারা তখন লঙ্কানরা৷ সেই খাদ থেকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেন কুশাল মেন্ডিস আর দুশান হেমান্থা৷ মাত্র ১৫ দশমিক দুই ওভারে ৫০ রানে শ্রীলঙ্কার প্রতিরোধ থামে৷

উইকেট নেয়ার পর সিরাজের উল্লাস
মোহাম্মদ সিরাজ নিয়েছেন ছয় উইকেটছবি: Farooq Naeem/AFP

আর চার বোলার দিয়ে তাদের ১০ উইকেট তুলে নেন রোহিত শর্মা৷ এর মধ্যে মোহাম্মদ সিরাজ সাত ওভার বল করে ২১ রান খরচে একাই নিয়েছে ছয় উইকেট৷ দুই দশমিক দুই ওভারে মাত্র তিন রান দিয়ে তিন উইকেট তুলে শ্রীলঙ্কার বাকি সর্বনাশ করেন হার্দিক পান্ডিয়া৷

মামুলি টার্গেটে পৌঁছাতে ভারতকে খেলতে হয়েছে মাত্র ৩৭ বল৷ ইশান কিশান আর শুভমান গিলরা কোন সুযোগই দেননি শ্রীলঙ্কার বোলারদের৷ ২৬৩ বল আর ১০ উইকেট হাতে রেখে এশিয়া কাপ নিজেদের করে ভারত৷

এফএস/আরআর (ক্রিকইনফো)